ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
১৬০

আরটি-পিসিআর পরীক্ষাতেও ধরা পড়ছে না করোনা, চিন্তিত চিকিৎসকরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৩ ১৪ এপ্রিল ২০২১  

রোগী করোনা আক্রান্ত কি না তা জানতে আরটি-পিসিআর পরীক্ষার পরামর্শ দিচ্ছিলেন চিকিৎসকরা। পরীক্ষার পরে রিপোর্ট নেগেটিভ এলেই নিশ্চিন্ত হওয়া যাচ্ছিল। কিন্তু বর্তমানে যে করোনাভাইরাসের জন্য ত্রস্ত মানবজাতি, সেটি আরটি-পিসিআর পরীক্ষাকেও ফাঁকি দিতে পারে অনায়াসেই। 


দিল্লির হাসপাতালেই এমন বেশ কয়েকটি কেস ধরা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে; রোগীর মধ্যে করোনার সমস্ত উপসর্গ থাকা সত্ত্বেও রিপোর্ট নেগেটিভ আসছে।
একবার নয়। কখনও কখনও একাধিকবার পরীক্ষা করানোর পরেও রিপোর্ট নেগেটিভ আসছে। ফলে কোনও রোগী করোনা আক্রান্ত কি না তা বোঝা বেশ মুশকিল হয়ে উঠছে।


চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁদের কাছে এমন বেশ কয়েকজন রোগী এসেছেন, যাঁদের জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা রয়েছে। সিটি স্ক্যানেও ফুসফুসের অবনতি ধরা পড়ছে। যে অবস্থা ধরা পড়ছে সিটি স্ক্যান রিপোর্টে তা কোভিড ১৯ এর রোগীদের মধ্যেই দেখা যাচ্ছিল। কিন্তু আরটি-পিসিআর পরীক্ষা করালে তাঁদের রিপোর্ট পজিটিভ আসছে না।
আরটি-পিসিআর ছাড়াও রয়েছে ল্যাভেজ টেস্ট নামে এক পরীক্ষা। যাদের রিপোর্ট নেগেটিভ এসেছিল এই ল্যাভেজ টেস্টের মাধ্যমে, তাদের রিপোর্ট পজিটিভ আসে। এই পরীক্ষায় ফুসফুসের ফ্লুইড পরীক্ষা করা হয়। কিন্তু কেন নেগেটিভ আসছে এই রোগীদের রিপোর্ট। 


বিশেষজ্ঞদের মতে, এমন হতে পারে ভাইরাসের উপস্থিতি এই রোগীদের নাক ও মুখের ভেতরে নেই। যার ফলে লালারসের নমুনা থেকে ধরা পড়ছে না ভাইরাসের উপস্থিতি।


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ মানুষ এই ধরনের সমস্যায় ভুগেছেন। তবে এটি একটি গুরুতর সমস্যা। কারণ পজিটিভ হয়েও রিপোর্ট নেগেটিভ এলে সেই ব্যক্তির থেকে আরও ছড়াতে পারে ভাইরাস। চিকিৎসাতেও বিলম্ব তৈরি করছে এই সমস্যা।


প্রসঙ্গত, এবার যে উপসর্গগুলো বেশি করে দেখা যাচ্ছে, সেগুলো হলো নাক দিয়ে অনবরত পানি পড়া। চোখে কনজাংটিভাইটিস, ঠান্ডা লেগে যাওয়া ইত্যাদি।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর