ঢাকা, ১৫ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
২৫

দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৮ ১৫ মে ২০২৫  

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে দেশসেরা ক্রিকেটার এবং আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ কারসাজির ঘটনায় মোট ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

 

বিএসইসির ২০২৫ সালের এপ্রিল মাসের 'এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট' এ তথ্য জানানো হয়েছে। তদন্তে উঠে আসে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে একটি চক্র শেয়ারটির মূল্য কৃত্রিমভাবে ১২৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে, যার ফলে প্রতি শেয়ারের দাম ৪২৩ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৯৫৭ দশমিক ৭০ টাকায়।

 

এই সময় চক্রটি প্রায় ৩৩ কোটি ৬৩ লাখ টাকার মুনাফা তুলে নেয় এবং আরও ৫৫ কোটি টাকার অবাস্তবায়িত লাভের সুযোগ তৈরি হয়। বিএসইসির ভাষ্যমতে, এটি সিকিউরিটিজ আইনের স্পষ্ট লঙ্ঘন এবং একটি সমন্বিতভাবে পরিচালিত শেয়ার কারসাজি।

 

জরিমানার আওতায় আসা অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান হলেন-  

আবুল খায়ের (হিরু নামে পরিচিত), কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফরিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বাশার, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটাভিয়ন এবং জাভেদ এ মতিন।

 

বিএসইসিতে জমা দেওয়া এক ব্যাখ্যাপত্রে আবুল খায়ের সাকিবের পক্ষে দুঃখ প্রকাশ করে জানান, 'অসাবধানতাবশত কিছু ভুল হয়েছে, যা অজ্ঞতাবশত ঘটেছে, ইচ্ছাকৃত নয়। ভবিষ্যতে এমন কিছু যেন না ঘটে, সে বিষয়ে আমি সতর্ক থাকব।'

 

এপ্রিল মাসে বিএসইসি আরও তিনটি কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৫৪ কোটি টাকা জরিমানা করেছে। এর মধ্যে সোনালি লাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড এবং এশিয়া ইন্স্যুরেন্স উল্লেখযোগ্য।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর