ঢাকা, ১৪ মে বুধবার, ২০২৫ || ৩০ বৈশাখ ১৪৩২
good-food

সাবিলা নূরকে নায়িকা মনে হয় না: মারিয়া মিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৪ ১৩ মে ২০২৫  

ছোটপর্দায় মুগ্ধতা ছড়িয়ে সিনেমায় নাম লিখিয়েছেন সাবিলা নূর। অভিষেকেই সঙ্গী ঢালিউড মেগাস্টার শাকিব খান। এরইমধ্যে প্রকাশ পেয়েছে শুটিং সেটের কিছু ফুটেজ যেখানে নায়িকা সাবিলাকে দেখে নেটিজেনদের অনেকেই মুগ্ধ। আর এদিকে সাবিলা নূরকে নায়িকা-ই মনে করেন না অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম।

 

এক সাক্ষাৎকারে মারিয়া মিম বলেন, ‘আসলে সাবিলা নূরকে ঠিক নায়িকা মনে হয় না। সে কীভাবে ফিল্ম করছে এটা আমার মাথায় আসছে না। মানে নায়িকা হিসেবে ওকে মানায় না। যখন প্রথম সংবাদে ওর নাম এলো, আসলে কী হয়, শাকিবের নায়িকা হবে মারিয়া মিম, বা শাকিবের নায়িকা হবে অমুক, কিন্তু ওর নাম যে আসবে সেটা সিরিয়াসলি আমি ভাবিনি।’

 

মডেল ও অভিনেত্রী হিসেবে সফলতার বালাই নেই মারিয়া মিমের। কাজ বলতে বিজ্ঞাপন ও ফটোশুটের মডেলিং। যদিও শোনা গিয়েছিল সিনেমায় নাম লেখাতে চেষ্টা করেছেন। সাধ ছিল শাকিবের সঙ্গে পর্দা ভাগ করবেন। কিন্তু সে আর হয়ে ওঠেনি।

 

বারবার শাকিব খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। জানা গেছে, শাকিবের সঙ্গে দেখাও হয়েছিল। কিন্তু শাকিব খানের সঙ্গে কোনো সিনেমার আলাপ নিয়ে কথা বেশিদূর এগোয়নি। তবে মারিয়া মিম দাবি করলেন শাকিব খানের সিনেমার প্রস্তাব তার কাছে এসেছিল কিন্তু তিনি করেননি। এর কারণ তিনি নাকি বিদেশে ছিলেন সেসময়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর