ঢাকা, ১৩ মে মঙ্গলবার, ২০২৫ || ২৯ বৈশাখ ১৪৩২
good-food

হিটস্ট্রোকের লক্ষণ দেখলে দ্রুত যা করবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১০ ১২ মে ২০২৫  

দিন দিন বাড়ছে তাপমাত্রা। এতে তীব্র গরমে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম হিটস্ট্রোক। দীর্ঘ সময় প্রচণ্ড গরমে থাকার ফলে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হিটস্ট্রোক হয়। এ অবস্থায় শরীরের ঘাম বন্ধ হয়ে যায় এবং অনেক সময় মানুষ অচেতন হয়ে পড়ে। হিটস্ট্রোক কেন হয় আর এ অবস্থায় আমরা কী করতে পারি তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক রহমত উল্লাহ।  

 

হিটস্ট্রোকের লক্ষণগুলো হচ্ছে:

• শরীর প্রচণ্ড ঘামতে শুরু করে আবার হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যায় 
• নিশ্বাস দ্রুত হয় 
• নাড়ির অস্বাভাবিক স্পন্দন হওয়া অর্থাৎ হঠাৎ ক্ষীণ ও দ্রুত হয় 
• রক্তচাপ কমে যায় 

 

• প্রস্রাবের পরিমাণ কমে যায় 
• হাত পা কাঁপা, শরীরে খিঁচুনি হয় 
• মাথা ঝিমঝিম করা 

 

• তীব্র মাথাব্যথা 
• ব্যবহারে অস্বাভাবিকতার প্রকাশ 
• কথা-বার্তায় অসংলগ্ন হওয়া।  

 

হিটস্ট্রোক হলে বা লক্ষণ দেখা দিলে করণীয়:

• হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলেই প্রথমে শরীরের তাপ কমানোর জন্য ঠান্ডা বরফ পানি দিয়ে শরীর মুছে দিন 
• আক্রান্ত ব্যক্তিকে শীতল পরিবেশে নিয়ে আসুন 

 

• শরীরের কাপড় যথাসম্ভব খুলে নিন 
• প্রচুর ঠান্ডা পানি, ফলের শরবত অথবা স্যালাইন পান করতে দিন 
• হিটস্ট্রোক হয়ে জ্ঞান হারিয়ে ফেললে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় হাসপাতালে নিতে হবে।  

 

যে কোনো বয়সের মানুষের হিট স্ট্রোক হতে পারে। তবে, শিশু ও বৃদ্ধদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের শরীর খুব দুর্বল তারাও হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন। হিটস্ট্রোকে অনেক সময় বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। তাই আমাদের গরমের এই সময়টায় সাবধানে থাকতে হবে। সুস্থ থাকতে নিয়মিত দিনে দুইবার গোসল করুন। বেশি বেশি তরল খাবার খেতে হবে। রোদে বাইরে গেলে ছাতা ব্যবহার করুন।