ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৪৪৪

ইঞ্জিনিয়ার তকমা ছেড়ে চাষাবাদ, এখন কোটি টাকা আয় এই দম্পতির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৫৭ ৭ মার্চ ২০২১  

ডাক্তারের গায়ক হওয়া, ইঞ্জিনিয়ারের ফটোগ্রাফার হওয়ার ঘটনা আজকাল হরদম শোনা যায়। কিন্তু নামকরা কোম্পানির 'ইঞ্জিনিয়ার'-এর তকমা ছেড়ে চাষাবাদ করার কথা শুনেছেন কি কখনও! শুধু মন ভালো রাখতেই বিদেশ ছেড়ে দেশের মাটিতে ফিরে এসেছেন সচিন দরবারওয়ার এবং তার স্ত্রী শ্বেতা। 

 

নিউজিল্যান্ডের বড় এমএনসি'তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন দু'জনে। ১৮ বছর কাটানোর পর সেই কাজের অভিজ্ঞতা চাষাবাদে কাজে লাগিয়ে আজ বছরে আয় করছেন কোটি টাকা। মাত্র ১০ একর জমিতে চাষাবাদ শুরু করেন তারা। সাত বছরে সেটাই বেড়ে দাঁড়িয়েছে ১৫০ একর! 

 

শ্বেতা ও সচিন জানান, সঞ্চয়ের সবটা খরচ করেই জমি কেনেন। এরপর চাষাবাদ শুরু করেন। সেই খামারে অটোমেটিক গ্রিনহাউজ ব্যবহার করেন। শুধু তাই নয়, এমনকি আরও প্রযুক্তির সহায়তা নেন তারা। 


এখন বছর ঘুরলে প্রায় ২ মিলিয়ন কেজি সবজি তাদের খামার থেকে উঠে আসে। দু'জনের এক বক্তব্য, বিদেশের ঝাঁ চকচকে চার দেওয়ালের মধ্যে দিনরাত কাটাতে তাদের আর ভালো লাগছিল না। কোথাও প্রাণ খুঁজে পাচ্ছিলেন না। দেশে ফিরে 'সুখের' চাকরি করে, এখন দিব্যি হেসেখেলেই দিন কাটাচ্ছেন তারা।

সাকসেস স্টোরি বিভাগের পাঠকপ্রিয় খবর