ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
১৭২

উন্মুক্ত দেয়ালে পদ্মা সেতুর ছবি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০১ ২৩ জুন ২০২২  

পদ্মা সেতু দেয়ালে খেয়ালে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কের পাশে উন্মুক্ত দেয়ালে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে দেয়াল লিখন ও ছবি প্রদর্শন।


 
বৃহস্পতিবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান দেয়াল লিখন ও ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রদর্শনীতে সদর উপজেলার বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এরমধ্যে পদ্মা সেতুর ৪২টি পিলার লক্ষ্য করে ৪২ শিক্ষার্থীর পদ্মা সেতু নিয়ে শিক্ষার্থীদের ভাবনার লেখা তুলে ধরা হয় এবং পদ্মা সেতুতে বসানো হয়েছে ৪১ টি স্প্যান সেটা লক্ষ্য করে পদ্মা সেতুর ছবি তুলে ৪১ জন শিক্ষার্থীর হাতে আঁকা পদ্মা সেতুর ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে দেয়ালে। শিক্ষার্থীদের ভাবনা ও পদ্মা সেতুর ছবি প্রদর্শনের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৮টি থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। পদ্মা সেতু উদ্বোধনের দিনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

 
শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা বলেন, লেখনীর মত সুন্দর হোক পদ্মা সেতু দিয়ে আগামীর পথ চলা এই প্রত্যাশাই করছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।