ঢাকা, ২৬ নভেম্বর বুধবার, ২০২৫ || ১২ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

একবার ফোন চার্জ দিতে কত টাকা খরচ হয়?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৩ ২৬ নভেম্বর ২০২৫  

স্মার্টফোন এখন প্রতিদিনের জীবনযাত্রার অপরিহার্য অংশ। ইন্টারনেট ব্যবহার বা কলের খরচের হিসাব অনেকেরই জানা থাকলেও, প্রতিদিন ফোন চার্জ দিতে কত টাকার বিদ্যুৎ বিল আসে- তা অনেকেই জানেন না।

সাধারণভাবে মোবাইল চার্জারের ক্ষমতা ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে হয়ে থাকে। বেশিরভাগ সাধারণ চার্জারই ৫ ওয়াট, আর দ্রুত চার্জারগুলো ১৮-২০ ওয়াট বা তার বেশি শক্তির হয়। ফোন সম্পূর্ণ চার্জ হতে সাধারণত ১ থেকে ২ ঘণ্টা সময় লাগে, যা ফোনের মডেল এবং চার্জারের উপর নির্ভর করে।

একবার চার্জে কত বিদ্যুৎ লাগে?

ধরুন, আপনি ১০ ওয়াটের চার্জার ব্যবহার করছেন এবং এতে ফোন চার্জ হতে ২ ঘণ্টা লাগে। তাহলে হিসাব হবে:

১০ ওয়াট × ২ ঘণ্টা = ২০ ওয়াট-ঘণ্টা

অর্থাৎ খরচ হলো ০.০২ ইউনিট বিদ্যুৎ।

মানে, একবার ফোন চার্জ করতে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন।

প্রতিদিন একবার চার্জ দিলে দৈনিক খরচ ০.০২ ইউনিট। সেক্ষেত্রে:

বার্ষিক খরচ = ০.০২ × ৩৬৫ = প্রায় ৭-১০ ইউনিট।

যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা ধরা হয়, তাহলে বছরে ফোন চার্জে খরচ হবে সর্বোচ্চ ১০০ টাকা। অবশ্যই এই হিসাব আপনার এলাকার বর্তমান ইউনিট মূল্যের ওপর নির্ভর করবে।

অতিরিক্ত পরামর্শ

ফোন চার্জ হয়ে যাওয়ার পর চার্জার প্লাগ ইন অবস্থায় রেখে দিলে অল্প পরিমাণ হলেও বিদ্যুৎ খরচ হয়। বিদ্যুৎ সাশ্রয় করতে চার্জারটি খুলে রাখা এবং পুরনো চার্জারের বদলে বেশি কার্যকর নতুন চার্জার ব্যবহার করা ভালো।