ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
১৭৬

একাধিক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৬ ২৮ সেপ্টেম্বর ২০২২  

হোয়াটসঅ্যাপে শিগগিরই ভিডিও বা অডিও কল করার পদ্ধতি বদলে যাবে। অতি দ্রুত নতুন ‘কল লিংক’ ফিচার আনতে যাচ্ছে তারা। ‘গুগল মিট’-এর মতো এ মাধ্যমেও কল করার লিংক তৈরি করা যাবে।

 

আগামী সপ্তাহেই এ ফিচার চালু হতে পারে। এরপর অডিও বা ভিডিও কলের লিংক তৈরি করা যাবে। সেইঅন্যান্য মাধ্যমেও লিংক শেয়ার করা যাবে। সেখানে ক্লিক করে সংশ্লিষ্ট ব্যক্তি কলে যোগ দিতে পারবেন। 

 

এরই মধ্যে আরেকটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। তাদের এ পদ্ধতিতে গ্রুপ কলে ৩২ জন পর্যন্ত যোগ দিতে পারবেন। এসময় নির্দিষ্ট সদস্যদের মাইক্রোফোন দূর থেকে মিউট করা যাবে। 


হোয়াটসঅ্যাপের কল ট্যাবে এই লিংক অপশন যুক্ত হতে পারে। ধারণা করা হচ্ছে, আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মেই এই ফিচার চালু করবে কর্তৃপক্ষ। গ্রুপ কলে যুক্ত থাকাকালে নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানো যাবে।  

 

শুধু তাই নয়, ‘ডু নট ডিস্টার্ব’ এবং ‘মিসড কল অ্যালার্টের’ মতো ফিচারও চালু করতে পারে হোয়াটসঅ্যাপ। তবে সেগুলো সব ডিভাইসে মিলবে কি না, তা স্পষ্ট নয়।