ঢাকা, ১৩ অক্টোবর সোমবার, ২০২৫ || ২৮ আশ্বিন ১৪৩২
good-food

এবার টিভিতেও আসছে ইনস্টাগ্রাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৬ ১৩ অক্টোবর ২০২৫  

মোবাইল ফোনের পর এবার টেলিভিশনের পর্দা দখলে নিতে আসছে জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের তৈরি ছোট আকারের ভার্টিকাল ভিডিও বা রিলসকে টিভির বড় পর্দায় পৌঁছে দিতে একটি বিশেষ অ্যাপ তৈরির পরিকল্পনা করছে এর মূল প্রতিষ্ঠান মেটা।

 

সম্প্রতি ব্লুমবার্গ স্ক্রিনটাইম কনফারেন্সে এই যুগান্তকারী পরিকল্পনার কথা জানিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি। এই উদ্যোগ সফল হলে টেলিভিশনে কনটেন্ট দেখার অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

 

নতুন এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফোনের মতোই টিভির বড় পর্দায় সোফায় বসেই রিলস স্ক্রল করে দেখতে পারবেন। 

 

কনফারেন্সে মসেরি বলেন, “দর্শকরা যদি সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট টিভিতে দেখতে আগ্রহী হন, তাহলে আমরাও চাই সব গুরুত্বপূর্ণ ডিভাইসে নিজেদের আকর্ষণীয় উপস্থিতি নিশ্চিত করতে।” 

 

এমনকি সভায় তিনি এই উদ্যোগ আরও আগেই শুরু না করার জন্যো আক্ষেপ জানিয়েছে ।

 

তবে এই অ্যাপে নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মের মতো কোনো এক্সক্লুসিভ সিনেমা বা স্পোর্টস শো থাকবে না। মেটা আপাতত হলিউড বা ক্রীড়া জগতের কনটেন্ট কেনার পথে হাঁটছে না। তাদের মূল লক্ষ্য থাকবে ব্যবহারকারীদের তৈরি ভিডিও কনটেন্টের ওপরই।

 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই টিভি অ্যাপটি হতে পারে ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় ইনস্টাগ্রামের নতুন তুরুপের তাস। টেলিভিশনের জগতে ইউটিউব দীর্ঘদিন ধরে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে। ইনস্টাগ্রামের এই পদক্ষেপ সেই বাজারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।

 

ইনস্টাগ্রাম এখন শুধু ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম নয়, বরং এটি ক্রমশ একটি পূর্ণাঙ্গ ভিডিও প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে। বিশ্বজুড়ে প্রায় ৩০০ কোটি মাসিক ব্যবহারকারী নিয়ে ভিডিও এখন ইনস্টাগ্রামের ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

যদি ইনস্টাগ্রামের এই উদ্যোগ সফল হয়, তবে সামাজিক মাধ্যম এবং প্রচলিত টেলিভিশনের মধ্যেকার সীমারেখা আরও ঝাপসা হয়ে আসবে। দর্শকরা হয়তো ভবিষ্যতে টিভির রিমোট হাতে ইউটিউব, নেটফ্লিক্স ও ইনস্টাগ্রামের মধ্যে চ্যানেল পরিবর্তনের মতোই অনায়াসে সুইচ করবেন।

 

তবে ইনস্টাগ্রামের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, ফোনের জন্য তৈরি খাড়া বা ভার্টিকাল ভিডিওকে টিভির ওয়াইডস্ক্রিনে মানানসই করে উপস্থাপন করা। ব্যবহারকারীরা এই নতুন অভিজ্ঞতা কীভাবে গ্রহণ করবেন, তার ওপরই নির্ভর করছে অ্যাপটির ভবিষ্যৎ।