ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৭১২

এবার স্পা’য় অভিযান, ১৬ নারী ৩ পুরুষ আটক (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৮ ২২ সেপ্টেম্বর ২০১৯  

রাজধানীর গুলশানের তিনটি স্পা’য় অভিযান চালালো আইন-শৃংখলা রক্ষা বাহিনী। আটক করা হলো ১৯ জনকে।  

পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে গুলশান-১ নম্বর মোড়ে অবস্থিত নাভানা টাওয়ারের ১৯ তলায় লাইফ স্টাইল স্পা, ২০ তলায় রেসিডেন্স সেলুন টু অ্যান্ড স্পা এবং ২১ তলায় ম্যানগো স্পা’য় অভিযান চালানো হয়। 

অবৈধভাবে ম্যাসাজ পার্লার করার অভিযোগ পেয়ে এখানে অভিযান চালানো হয়েছে বলেও জানায় পুলিশ। এখানে সেবা নিতে আসা তিনজন পুরুষ এবং তিনটি স্পা’য় কর্মরত ১৬ জন নারীকে আটক করা হয়েছে। এখানে স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলেও জানিয়েছে পুলিশ। 
প্রতিষ্ঠান তিনটি সিলগালা করে দেয়া হয়েছে।