ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৩৯০

কলকাতার উন্নয়নে দরকার রাজশাহীর মেয়রকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:২৭ ১ মার্চ ২০২২  

কলকাতার উন্নয়নের জন্য খুব দরকার আপনাকে। রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বললেন ভারতের প্রখ্যাত অভিনেতা, শিল্পী, বাংলা জনপ্রিয় টিভি ধারাবাহিক পটল কুমার গানওয়ালার বাবা খ্যাত সাহেব চ্যাটার্জি।

 

রাজশাহীর অপরূপ সৌন্দর্যে অভিভূত হয়েছেন উল্লেখ করে মেয়র লিটনকে তিনি বলেন, কানে কানে বলি, কলকাতার উন্নয়নে, সৌন্দর্য বাড়াতে আপনাকে লাগবে আমাদের। রাজশাহীতে যা করেছেন, তা আমাদের জন্য মডেল।

 

খায়রুজ্জামান লিটন উত্তরে বলেন, শিগগিরই কলকাতা আসছি।

রাজশাহীতে ৪ দিনের জাঁকালো আয়োজনে বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট-২০২২ -এর সমাপনীতে নৈশভোজে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা রাজশাহীর একটি অভিজাত হোটেলে এ নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করেন।

 

এর আগে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতিতে গতিশীল করতে পদ্মা নদীতে ভারতের সঙ্গে নৌরুট চালু এবং রাজশাহীতে নৌবন্দর স্থাপনে দীর্ঘদিন থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র লিটন।

 

এবার বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিতে আসা ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, ফ্রেন্ডস অব বাংলাদেশের (ইন্ডিয়া চ্যাপ্টার) সহ-সভাপতি সত্যম রায় চৌধুরীসহ অন্যান্য অতিথিদের সেই নৌরুট চালু ও নৌবন্দর স্থাপনের সম্ভাবনা সরেজমিনে দেখালেন রাসিক মেয়র।

সোমবার বিকেলে রাজশাহীর পদ্মানদীতে ভারতীয় অতিথিদের সঙ্গে নিয়ে নৌ ভ্রমণ করেন তিনি। এদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টি-বাঁধ থেকে পশ্চিমে হাইটেক পার্ক এবং পূর্বে পঞ্চবটি আইবাঁধ পর্যন্ত পদ্মা নদীতে নৌ ভ্রমণ করা হয়। পদ্মানদী ও পদ্মাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন অতিথিরা।

 

নৌ ভ্রমণে ছিলেন ভারতের অতিথি এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক এসএম সামছুল আরেফীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কবি আরিফুল হক কুমারসহ অন্যান্য সদস্য এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলররা।