ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৫৭০

খেলতে দেয়া হয়নি মাঠে : থানায় হাজির শিশু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪২ ৬ ডিসেম্বর ২০১৯  

মাঠে খেলতে দেয়া হয়নি। উল্টো দেয়া হয়েছে গালাগালি। এ অভিযোগ নিয়ে থানায় হাজির ৭ বছরের শিশু আহম্মেদ বিন কাদেরী।  থানায় উপস্থিত হয়ে অভিযোগ করে ব্যবস্থা নেয়ার অনুরোধ তার। ঘটনা  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।

অভিযোগকারী শিশু কাদেরী নাচোল সদর ইউনিয়নের ঘিওন গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সে।

নাচোল থানা পুলিশের ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাদেরী ও তার সহপাঠিরা পাশের মাঠে খেলতে যায়। এ সময় ওই মহল্লার গৃহবধূ মমতাজ ও মাসুদা তাদের খেলতে বাধা দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বিষয়টি মেনে নিতে পারেনি শিশু কাদেরী। সে থানায় এসে কেঁদে কেঁদে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়। কাদেরীর এমন অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন তিনিসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মীরা। পরে পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের থানায় ডেকে এনে কাদেরীর অভিযোগের বিষয়টি সমাধান করা হয়। বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় উপস্থিত সবাই খুশি।

এতো অল্প বয়সে কাদেরী একাই থানায় এসে যে অভিযোগ করেছে, তা শুনে হতভম্ব এলাকার মানুষ।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর