ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৮১৯

গুগল ডুডলে বাংলা নববর্ষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৪ ১৪ এপ্রিল ২০১৯  

বাংলা নববর্ষ ১৪২৬ ছুঁয়ে গেছে বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগলকেও। নববর্ষ উদযাপন উপলক্ষে ডুডল প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। একে ঘিরে পহেলা বৈশাখের আমেজে হোমপেজ সাজিয়েছে তারা।

নববর্ষ উপলক্ষে ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের ওপর রঙিন যাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে শোভা পাচ্ছে। এছাড়া রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি। সেইসঙ্গে শোভা পাচ্ছে কাগজের তৈরি ঘোড়া, যা আবহমান বাংলা সংস্কৃতির অংশ।

গুগলের হোমপেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এই ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে সেসবের সঙ্গে মানানসই নকশার লোগো তৈরি করে গুগল। সেটিই হচ্ছে ডুডল।

১৯৯৮ সাল থেকে বিভিন্ন দেশের জাতীয় দিবস বা বিশ্বব্যাপি পালিত আন্তর্জাতিক দিবসগুলোতে হোমপেজে এই পরিবর্তন আনে গুগল। সবশেষ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ডুডলের মাধ্যমে উদযাপন করে প্রতিষ্ঠানটি।