ঢাকা, ০৬ অক্টোবর সোমবার, ২০২৫ || ২১ আশ্বিন ১৪৩২
good-food
২৫

জেমিনি নাকি চ্যাটজিপিটি: এআই ইমেজ তৈরিতে সেরা কোনটি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৩ ৫ অক্টোবর ২০২৫  

সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রলিং করার সময় এমন কিছু ছবি সামনে আসছে যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। সেসব ছবিতে কোনো ব্যক্তির ত্বককে আরও উজ্জ্বল ও শরীরকে হ্যান্ডসাম লুক দেখা যাচ্ছে। এমনভাবে ছবি তৈরি করা হচ্ছে- কোনো ব্যক্তি আছেন ঢাকায় কিন্তু তাকে যুক্তরাষ্ট্রের কোনো ব্যস্ততম শহরের মোড়ে পোজ দেওয়া অবস্থায় দেখানো হচ্ছে।

 

এসব ছবি তৈরি হচ্ছে বিভিন্ন এআই টুলস ব্যবহার করে। প্রশ্ন উঠছে সবচেয়ে কোন এআই টুলস বেশি জনপ্রিয়। অনেকে বলছেন, সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে গুগল জেমিনি ও চ্যাটজিপিটি। এ দুটির মধ্যে কোনটি জনপ্রিয়?

 

চ্যাটজিপিটি (অপেনএআই)
চ্যাটজিপিটি (জিপিটি-৪/৫) মূলত টেক্সট-ভিত্তিক হলেও এরসঙ্গে যুক্ত ডাল·ই মডেল ব্যবহারকারীদের ছবি তৈরি করার সুযোগ দেয়। বিশেষ করে কাস্টমাইজড প্রম্পটের মাধ্যমে আর্টওয়ার্ক, ইলাস্ট্রেশন বা গ্রাফিক ডিজাইন তৈরি করতে এটি জনপ্রিয়।

 

গুগল জেমিনি
গুগলের জেমিনি টেক্সটের সঙ্গে মাল্টিমোডাল সাপোর্টের মাধ্যমে ছবি বিশ্লেষণ ও তৈরি করে থাকে। এটি বিশেষভাবে গুগলের ডিপমাইন্ড প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এটি ছবি বুঝতে, বিশ্লেষণ করতে ও ভিজুয়াল কনটেন্ট সাজাতে একটু বেশি শক্তিশালী।

ইমেজ জেনারেশনে বেশি স্বাধীনতা, আর্টিস্টিক টাচ ও বিস্তারিত কাস্টমাইজেশনের ক্ষেত্রে চ্যাটজিপিটি এখনো এগিয়ে বলে অনেক প্রযুক্তিবিদ মনে করেন।

 

এগিয়ে কোনটি

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞেরা মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দৌঁড়ে আরও আগে বিশ্বের এক নম্বর আসনে গুগল জেমিনিরি উঠে আসা উচিত ছিল। কারণ, যুক্তরাষ্ট্রের এই টেক জায়ান্টের হাতে রয়েছে বিশ্রের সর্ববৃহৎ তথ্যভান্ডার। 

 

একই জায়গায় সব এআই অভিজ্ঞতার জন্য টেক্সট, ছবি, ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে গুগল জেমিনি এগিয়ে। তাই এআই ছবি তৈরির ক্ষেত্রে চ্যাটজিপিটি বেশি ব্যবহৃত টুল হলেও গুগল জেমিনি ধীরে ধীরে শক্ত অবস্থান করে নিচ্ছে।