ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৫৯৭

টিকটক নিষিদ্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫২ ২ আগস্ট ২০২০  

জনপ্রিয় চীনা অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প বলেন, আমেরিকায় টিকটক নিষিদ্ধ হতে চলেছে।
এই পরিস্থিতিতে টিকটকের আমেরিকা শাখা কিনতে আগ্রহ দেখিয়েছেন আরেক বিখ্যাত মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। 

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, টিকটকের মার্কিন অপারেশনসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মাইক্রোসফট। 

সাম্প্রতিক সময়ে টিকটক নিয়ে সারা বিশ্বেই আলোচনা চলছে। এই অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে পাচার করে বলে অভিযোগ রয়েছে। সেই সঙ্গে সামাজিক মূল্যবোধের জন্য ক্ষতিকর ও রাজনৈতিক বিবেচনায় ভারতসহ কয়েকটি দেশ এটি নিষিদ্ধ করেছে।
মাসিক হিসাবে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বর্তমানে টিকটকের প্রায় ৮ কোটি সক্রিয় ব্যবহারকারী আছে।

সম্প্রতি  চীনা ভিডিও অ্যাপ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও  অভিযোগ করে  বলেন, মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে টিকটক।  ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন।