ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩৫৯

টিকাবিরোধী প্রচারে জড়িত অ্যাকাউন্ট ও পেজ বাতিল করল ফেসবুক

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:০১ ১২ আগস্ট ২০২১  

টিকা বিরোধী প্রচারণায় জড়িতদের বিরুদ্ধে ফেসবুক জিরো টলারেন্সের মনোভাব পোষণ করছে। এ জন্য তারা টিকা বিরোধী প্রচারণার কাজে জড়িত নেটওয়ার্ক শনাক্তকরণ এবং এ সংক্রান্ত বিভিন্ন অ্যাকাউন্ট এবং পেজ বাতিল করার জন্য কাজ করছে ফেসবুক। 

 

সম্প্রতি টিকা বিরোধী প্রচারণার কাজে জড়িত রয়েছে এমন একটি নেটওয়ার্ক শনাক্ত করেছে ফেসবুক। রাশিয়া ভিত্তিক এই নেটওয়ার্কটির নাম ফেজে। জানা গেছে, এই নেটওয়ার্কটি ভারত, ল্যাটিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রকে টার্গেট করে টিকার নানা নেতিবাচক দিক নিয়ে প্রচারণা চালাতো। এর মধ্যে অন্যতম প্রচারণা হলো-টিকা নিয়ে অনেকেই মারা যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়য়। 
 

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে রাশিয়ার ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সি ফেজের সম্পর্ক রয়েছে। এই এজেন্সিটি রাশিয়ান কোম্পানি অ্যাডনাউ-এর অংশীদার। চলতি বছরের দ্বিতীয় ভাগে ফেজে ফাইজার-এর টিকা সম্পর্কে ভুয়া তথ্য ছড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। 

 

এ ধরনের কার্যক্রমকে সমর্থন করে না ফেসবুক। তারা কোভিডের এই দু: সময়ে মানুষকে সেবা দেওয়ার জন্য প্রতিনিয়তই সক্রিয় থেকে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছে। এজেন্সি ফেজে এবং টিকা বিরোধী প্রচারণা নেটওয়ার্কের শতাধিক অ্যাকাউন্ট এরই মধ্যে বাতিল করা হয়েছে।