ঢাকা, ০৮ জুলাই মঙ্গলবার, ২০২৫ || ২৩ আষাঢ় ১৪৩২
good-food
১১

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, মৃত্যু ৩ জনের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪১ ৭ জুলাই ২০২৫  

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে যা একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। সোমবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে ৪৯২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫৪ জনই বরিশাল বিভাগের। এর মধ্যে বরগুনাতেই ৬৩ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় বরিশাল বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

 

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২ হাজার ৭৬৩ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৪৮ জনের। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি জুলাইয়ে এখন পর্যন্ত ২ হাজার ৪৬৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬ জন মারা গেছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য বিভাগের পাঠকপ্রিয় খবর