ঢাকা মেডিকেলে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর ঢুকতে পারবে না
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৮ ২৯ আগস্ট ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের পাশাপাশি দালালদের ঢোকা আবারও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরইমধ্যে এ দুই ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনাস্টিক সেন্টারের প্রতিনিধিদের বিষয়েও কর্তৃপক্ষ শক্ত বার্তা দিয়েছে। একই সঙ্গে হাসপাতালের কর্মীদের উপস্থিতির হার বাড়ানো এবং যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে দেশের বৃহত্তম এ হাসপাতাল।
ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বর থেকে সরিয়ে সেখানে রোগী ও রোগীর সঙ্গে আসা লোকজনের বিশ্রামের ব্যবস্থা করা এবং হাসপাতালের আশপাশের অবৈধ দোকানপাট অপসারণের পদক্ষেপও নেওয়া হয়েছে।
এরইমধ্যে এসব সিদ্ধান্তের প্রভাব দেখা গেছে হাসপাতালে। গত দুই দিনে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় দেখা যায়নি। হাসপাতাল চত্বরে এলোমেলো করে রাখা বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকেও বাইরে বের করে দেওয়া হয়েছে। বুধবার সেগুলোকে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় দেখা যায়।
হাসপাতালের ভেতরে হকারদেরও ঢুকতে মানা করে দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত চিঠি দিয়ে স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের বাড়তি ‘উৎপাত’ নিয়ে পরিচালক আসাদুজ্জামান বলেন, “আমরা গোটা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড-বর্হিবিভাগ ঘুরে এর সত্যতা পেয়েছি। তাই ওষুধ কোম্পানির মালিকদের সংগঠনের সাথে বিভিন্ন বৈঠক করে আমরা তাদের সাফ জানিয়ে দিয়েছি যে, কোনোভাবেই তাদের বিক্রয় প্রতিনিধিরা আর হাসপাতালে প্রবেশ করতে পারবেন না।
”তাদের বলা হয়েছে, যদি আপনাদের চিকিৎসককে ভিজিট করতেই হয়, তাহলে তাদের প্রাইভেট চেম্বারে যেতে পারেন। আমাদের এখানে কোনো সুযোগ দেওয়া হবে না।” তিনি বলেন, “তাদের হাসপাতালে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।”
পরিচালক বলেন, “দেখেন হাসপাতালে বর্হিবিভাগে চিকিৎসকরা সেবা দিতে সময় পান ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা। এর মধ্যে ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভরা চিকিৎসকদের সাথে বসে অনেক সময় কাটায়। আর বাইরে রোগীরা লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে থাকে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারব না।”
দুই হাজার ৬০০ বেডের এ হাসপাতালে সবচেয়ে বেশি রেফার্ড হওয়া রোগী আসে। গড়ে সেখানে চার হাজারের বেশি রোগী ভর্তি থাকেন। হাসপাতালের মেঝে, বারান্দাগুলো সবসময় ভর্তি থাকে রোগী দিয়ে। বহির্বিভাগ ও জরুরি বিভাগ থেকে প্রতিদিন চিকিৎসা নেন আরও হাজার পাঁচেক মানুষ।
এমন বিপুল জনসমাগমের পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসকদের কক্ষগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি গা সওয়া হয়ে গিয়েছিল। আগে সপ্তাহে দুদিন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের নিয়ম করা হলেও এতদিন তা কেউ মানতেন না।
বর্হিবিভাগে মঙ্গলবার গিয়ে বিভাগে দেখা গেছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বাইরে আছেন, ভেতরে ঢুকছেন না। একজনকে দেখা গেল একজন রোগী চিকিৎসককে দেখিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার পথ আগলে হাতের ব্যবস্থাপত্র নিয়ে ছবি তুলছেন।
হাসপাতালে তাদের প্রবেশ নিষিদ্ধ করার পরও রোগীর ব্যবস্থাপত্র নিয়ে টানাটানির বিষয়ে জানতে চাইলে নিজেকে ডেল্টা কোম্পানির প্রতিনিধি দাবি করা ওই প্রতিনিধি বলেন, “ভাই আমি অনেক দিন আসিনি, বিষয়টি আমার জানা ছিল না।” এই বলে তিনি সেখান থেকে চলে যান।
স্কয়ার কোম্পানির পরিচয় দেওয়া আরেক প্রতিনিধিকে দেখা যায় এক চিকিৎসকের চেম্বারের সামনে। তিনি নিজের সহকর্মীর চিকিৎসার প্রয়োজনে সেখানে এসেছেন বলে দাবি করেন। বুধবার আর তাদের কাউকেই সেখানে দেখা যায়নি।হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান বলেন, ”হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, দালাল ও রিপ্রেজেন্টিটিভ মুক্ত রাখার জন্য যা প্রয়োজন আমরা করব।”
বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো বাইরে
এতদিন ধরে হাসাপাতাল চত্বরে এলোমেলো করে রাখা হচ্ছিল বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো। রোগীবাহী যানবাহনগুলোকে এদের দৌরাত্মে হাসপাতালের ভেতরে ঢুকতে বেগ পেতে হত। তবে মঙ্গলবার থেকে এ চিত্র পাল্টে গেছে। হাসপাতালের ভেতরে পাঁচটির মত অ্যাম্বুলেন্স রেখে বাকিগুলোকে বাইরে বের করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক বলেন, “আমরা অ্যাম্বুলেন্স সেবাকে একটা নিয়মের মধ্যে আনতে চাই। এখন বেসরকারি অ্যাম্বুলেন্স ভেতরে পার্কিংয়ের সুযোগ নেই। আমাদের মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নিচ্ছি।”
ঢাকা মেডিকেলের ভেতরে কর্মচারিদের পরিচালিত ক্যান্টিন ছাড়া আর কোন দোকান থাকবে না। ভাসমান হকারদেরও হাসপাতাল চত্বরে আর ঢুকতে না দেওয়ার কথা বলেন তিনি। হাসপাতালের সামনের ফুটপাতে দোকান বসানো প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কয়েকদিন পরপর তাদের উঠিয়ে দেই, জায়গাটা পরিষ্কার করি। তারপরও আবার বসে যায়। তাদের কারণে হাসপাতাল পরিষ্কার রাখা যায় না। তারা আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখে।“
১০০ দিনের কর্মসূচি
ঢাকা মেডিকেলের ১০০ দিনের কর্মসূচিতে ১৫টি ‘করণীয়’ হাতে নেওয়ার কথা বলা হয়েছে।
>> বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জন্য বিশেষায়িত ওয়ার্ড স্থাপন ও বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা।
>> কেবিন সংস্কার।
>> আইসিইউর সংখ্যা বাড়ানো।
>> হাসপাতালের কর্মীদের উপস্থিতির হার বাড়ানো ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা।
>> হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার।
>> ওষুধ কোম্পানির প্রতিনিধি ও বহিরাগত দালালদের হাসপাতালে ঢুকতে না দেওয়া।
>> বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতাল চত্বর থেকে সরিয়ে সেখানে রোগী ও রোগীর সঙ্গে আসা লোকজনের বিশ্রামের ব্যবস্থা করা।
>> হাসপাতালের আশপাশের অবৈধ দোকানপাট অপসারণ।
>> হাসপাতালে হয় এমন সব প্যাথলজিকাল টেস্ট, এক্সরে, সিটি স্ক্যান ইত্যাদি বাধ্যতামূলকভাবে হাসপাতালে করার ব্যবস্থা গ্রহণ।
>> টিকিটিং ব্যবস্থায় ডিজিটাল কার্যক্রম জোরদার করা।
>> দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম জোরদার করা।
>> রোগীদের সঙ্গে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীদের সম্পর্ক উন্নয়নে আচরণগত পরিবর্তন নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়া।
>> স্বাস্থ্য সেবা বিষয়ক গবেষণা কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া।
>> অভ্যর্থনা বা তথ্যকেন্দ্র স্থাপন ও স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করা।
- আপনার কিডনি সুস্থ তো?
- বেনজীরের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
- বৃক্ষের টানে মেলায়
- কোন কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- নিউইয়র্কবাসীর হৃদয় জিতে বিদায় নিলেন বাংলাদেশি দিদারুল
- উড়ন্ত জয়ে ২ ম্যাচ হাতে রেখেই ফাইনালে বাংলাদেশ
- ৩৩ বছর অতিক্রান্ত, অবশেষে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ
- নাক-কান ফোঁড়ানোর আগে ও পরে যা জানা জরুরি
- ৩৪ লাখ টাকা পান ডলি জহুর, কান্নাকাটি করেও পাননি
- ইয়ামালের স্বপ্ন পূরণ
- জাস্ট ওয়েট, কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল
- সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য নির্বাচিত হবেন পিআর পদ্ধতিতে
- খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ
- শিবিরের নির্দেশনায় আন্দোলন করার তথ্য ‘মিথ্যা’: নাহিদ ইসলাম
- টেলিগ্রামেও ‘আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি’
- রক্ত দেয়া-নেয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
- শাকিব খানের ঈদের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয়
- কুমিল্লায় বিএনপি-এনসিপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০
- রংপুরে হিন্দুপাড়ায় হামলা: গ্রেপ্তার ৫
- ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অংশ নিতে পারেন খালেদা জিয়া
- যে কারণে ফুটবল ম্যাচ হয় ৯০ মিনিটের
- ঝাল খেলে পেট জ্বলে কেন?
- বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান
- একাত্তর নিয়ে বক্তব্যের পর দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ
- আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, ১১ দিন ৭ নির্দেশনা পুলিশের
- ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য পাল্টালেন মাহফুজ
- মডেল মেঘনার পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক তৈরির নির্দেশ
- জ্বরে মুখের রুচি কমলে করণীয় কী
- সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস
- কীভাবে বেঁচে গেলো সূর্য?
- আগুনে শরীর পুড়ে গেলে তাৎক্ষণিক কী করবেন?
- জসিমের মতোই হঠাৎ মৃত্যুর খবর এলো ছেলের
- দুধ-আনারস একসঙ্গে খেলে কী হয়?
- টেলিগ্রামেও ‘আওয়ামী লীগ নেতাদের চাঁদাবাজি’
- ১০ম গ্রেডে বেতন পাবেন প্রাথমিকের প্রধানশিক্ষকরা
- ঝাল খেলে পেট জ্বলে কেন?
- একাদশ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ
- জ্বরে মুখের রুচি কমলে করণীয় কী
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটক নেতাকর্মীদের ‘শেকড় অনেক গভীরে’
- অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
- মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৩৩
- রক্ত দেয়া-নেয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সব কমিটি স্থগিত
- জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? ফেসবুক লাইভে কাঁদলেন উমামা
- আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, ১১ দিন ৭ নির্দেশনা পুলিশের
- নাজিয়া-নাফির কবরে যেন আর কারও দাফন না হয়, দাবি বাবার
- দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ
- বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান