ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৯৪৭

নতুন ফল পেপিনো মেলন চাষ করে সফল কৃষক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৯ ২২ জানুয়ারি ২০২২  

অত্যধিক পুষ্টি গুণাগুন সমৃদ্ধ নতুন ফল হিসেবে পেপিনো মেলন চাষ করে সফলতা পেয়েছেন জয়পুরহাট সদর উপজেলার জলাটুল গ্রামের কৃষক সানি রহমান।  জলাটুল গ্রামের সৌখিন পেপিনো মেলন চাষি সানি রহমান পেপিনো মেলন চাষ সম্পর্কে বলেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশনে’র কারিগরি সহায়তায় জেলায় প্রথম বারের মতো পরীক্ষামূলক ভাবে পেপিনো মেলন চাষ করছেন।  

 

ইতোমধ্যে গাছে গাছে পেপিনো মেলন বড় হতে শুরু করেছে। খেতে অনেকটা সাধারণ তরমুজের মতো। তবে খাদ্য গুণাগুন অত্যধিক। পেপিনো মেলন পুষ্টি ও ঔষুধিগুণাগুন সমৃদ্ধ একটি ফল। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। এ ছাড়াও এতে রয়েছে পটাশিয়াম। সোডিয়াম কম থাকে।

 

পেপিনো মেলন প্রধানত: হৃদরোগ, উচ্চ রক্তচাপ এমনকি স্ট্রোকের মতো পরিস্থিতি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে বলে জানান, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম। এ ছাড়াও ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স এর পাশাপাশি  অল্প পরিমানে ভিটামিন সি রয়েছে। প্রথম বারে ভালো ফলন পাওয়ায় বাণিজ্যিক ভাবে এবার চাষের পরিকল্পনা করছেন বলে জানান সানি রহমান।

 

জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন বলেন, অধিক পুষ্টি গুণাগুন সমৃদ্ধ পেপিনো মেলন চাষ ছড়িয়ে দিতে পল্লীকর্ম সহায়ত ফাউন্ডেশনের নির্দেশনায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জাকস ফাউন্ডেশনের কৃষি ইউনিট পেপিনো মেলন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছেন বলেও জানান তিনি।  

সাকসেস স্টোরি বিভাগের পাঠকপ্রিয় খবর