ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৩৯৩

প্রথমবার মহাকাশে যাচ্ছেন আদিবাসী নারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৮ ১৯ আগস্ট ২০২২  

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছেন নিকোল অনাপু মান। আসন্ন বসন্তে নাসার পরবর্তী স্পেসএক্স ক্রু-৫ মিশনে অংশ নিচ্ছেন ক্যালিফোর্নিয়ার পেতালুমার বাসিন্দা। এ অভিযান সফল হলে মহাকাশে পৌঁছানো প্রথম আদিবাসী নারী নভোচারী হবেন তিনি।

 

নিকোল ওয়েলাসকি জাতির সদস্য। ইরাক ও আফগানিস্তান সফর করেছেন তিনি। ২৫টি আলাদা বিমানে আড়াই হাজার ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে। সামরিক ক্যারিয়ারও আছে তার।

 

নাসার চাঁদে পাঠানোর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা তৈরিতেও সহায়তা করেছেন নিকোল।  চলতি মাসের পরের দিকে তা সেখানে পাঠানো হবে।

 

এক সাক্ষাৎকারে নিকোল বলেন, এটা দারুণ রোমাঞ্চকর। আমাদের সম্প্রদায়ের সঙ্গে অন্যান্যদের সংযোগ স্থাপন গুরুত্বপূর্ণ। এতে অন্যান্য স্থানীয় আদিবাসী শিশুরা উৎসাহিত হবে।

 

মহাকাশ নিয়ে নিকোলের উচ্চাকাঙ্ক্ষা ক্রু-৫ অভিযানেই শেষ হচ্ছে না। আর্টিমিস চাঁদ অভিযানের জন্য নির্বাচিত ১৮ নভোচারীর একজন তিনি। ওই অভিযানে চূড়ান্তভাবে নির্বাচিত হলে চাঁদে পা রাখা প্রথম নারী হবেন এ আদিবাসী নারী।

সাকসেস স্টোরি বিভাগের পাঠকপ্রিয় খবর