ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৭৮৮

প্রশাসনের হস্তক্ষেপ, বন্ধ হলো পুলিশের সঙ্গে বাল্যবিয়ে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৯ ২১ আগস্ট ২০১৯  

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো পুলিশের সঙ্গে শিশুর বাল্যবিয়ে। ঘটনা নোয়াখালীর কোম্পানীগঞ্জের। এ ঘটনায় মেয়ের বাবাকে জরিমানা করা হয়েছে। 

চরফকিরা গ্রামের সাইফ উদ্দিনের মেয়ে জেরিনের (১৩) সঙ্গে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার ৬নং ওয়ার্ডের রামেশ্বপুর এলাকার ইউছুফ নবীর ছেলে পুলিশ কনস্টেবল সৌরভ হোসেনের বিয়ে ঠিক হয়। বিয়ে পড়ানোর কথা মঙ্গলবার। বিষয়টি জানাজানি হলে উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজ্যিস্ট্রেট মো. ইয়াছিন সেখানে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের হস্তক্ষেপে মঙ্গলবার দুপুর একটার দিকে বরযাত্রী আসার আগেই বাল্যবিয়েটি বন্ধ হয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন জানান, কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না এ মর্মে সাইফ উদ্দিন ও পরিবারের লোকজন লিখিতভাবে অঙ্গীকারনামা দেন।
 

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর