ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৪২১

ফের বন্ধ ইভ্যালির কার্যালয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৪ ১৮ সেপ্টেম্বর ২০২১  

ফের বন্ধ হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কার্যালয়।এখন বাসা থেকে কার্যালয়ের কাজ করবেন প্রতিষ্ঠানটির কর্মীরা।   শনিবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় তারা। তবে এ সময়েও তাদের সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে।

 

অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে পণ্য পাওয়া নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন ইভ্যালির হাজার হাজার গ্রাহক।মূলত, তাদের আশ্বস্ত করতেই এ পোস্ট দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

এতে বলা হয় ‘এদিন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইভ্যালির কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসা থেকে কার্যালয় কার্যক্রম পরিচালনা করবেন। এভাবে প্রতিষ্ঠানের সব কাজ স্বাভাবিক নিয়মে চলবে। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের কাম্য। ইভ্যালির ওপর আস্থা রাখুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।'

 

করোনাকালে বহু গ্রাহকের অভিযোগের মুখে গত জুনে নিজেদের কার্যালয় বন্ধ করে ইভ্যালি। আগস্টের শেষ দিকে তা খোলে তারা।