ঢাকা, ০৬ ডিসেম্বর শনিবার, ২০২৫ || ২২ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

ফেসবুকে কত ফলোয়ার থাকলে কত টাকা পাবেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২২ ৬ ডিসেম্বর ২০২৫  

সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন অনেকের জন্য অর্থ উপার্জনের বড় একটি প্ল্যাটফর্ম। বিশেষ করে কনটেন্ট নির্মাতাদের কাছে ফেসবুক এখন আয়ের অন্যতম নির্ভরযোগ্য জায়গা। তবে বেশিরভাগ মানুষের মনে একটি প্রশ্ন থেকেই যায়, ফেসবুকে কত ফলোয়ার হলে আয় শুরু হয়, কত ভিউ লাগবে, আর কীভাবে মনিটাইজেশন চালু করা যায়। ফেসবুকের নিয়মগুলো জানলে বিষয়টি বুঝতে সুবিধা হয়।

 

ফেসবুকে আয় শুরু করতে হলে প্রথমে বুঝতে হবে মেটা ফর ক্রিয়েটরস প্রোগ্রাম কীভাবে কাজ করে। এই প্রোগ্রামের মাধ্যমে নির্মাতারা ইন-স্ট্রিম বিজ্ঞাপন, ফ্যান সাবস্ক্রিপশন, ব্র্যান্ডেড কনটেন্ট এবং রিলস বোনাস থেকে আয় করতে পারেন। বিশেষ করে যারা নিয়মিত ভিডিও তৈরি করেন, তারা ইন-স্ট্রিম বিজ্ঞাপন থেকে ভালো আয় করতে পারেন। তবে এর জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে।

 

ইন-স্ট্রিম বিজ্ঞাপন চালু করতে আপনার ফেসবুক পেজে অন্তত ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। পাশাপাশি গত ৬০ দিনে ভিডিও দেখার সময় হতে হবে কমপক্ষে ৬০ হাজার মিনিট। সঙ্গে কনটেন্ট অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং মনিটাইজেশন নীতি অনুসারে হতে হবে। এই শর্তগুলো পূরণ না হলে ফেসবুক থেকে সরাসরি কোনো আয় পাওয়া যায় না।

 

প্রশ্ন আসে, শুধু ১০০০ ফলোয়ার থাকলেই কি ফেসবুক আয় দেয়? উত্তর হলো না। মাত্র ১০০০ ফলোয়ার থাকলে ফেসবুক কোনো সরাসরি আয় দেয় না। তবে আপনার কনটেন্টে ভালো রিচ থাকলে, ভিডিওতে নিয়মিত ভিউ আসলে কিংবা ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করতে পারলে স্পনসরশিপ থেকে আয় পাওয়া সম্ভব।

How-to-Make-Money-on-Facebook

 

 

 

রিলস থেকেও অনেকেই এখন ভালো আয় করছেন। মেটা রিলস বোনাস প্রোগ্রাম চালু করেছে, যেখানে নির্বাচিত ক্রিয়েটরদের রিলের পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে বোনাস দেওয়া হয়। তবে সবাই এখানে সুযোগ পান না; ফেসবুক নিজেই কিছু নির্মাতাকে আমন্ত্রণ জানায়।

 

ফ্যান সাবস্ক্রিপশন ব্যবস্থাও আয়ের আরেকটি শক্তিশালী উপায়। যাদের বিশ্বস্ত দর্শক রয়েছে, তারা এক্সক্লুসিভ কনটেন্টের বিনিময়ে দর্শকদের কাছ থেকে মাসিক সাবস্ক্রিপশন ফি পেতে পারেন। এতে নির্মাতারা একটি স্থায়ী আয়ের উৎস গড়ে তুলতে পারেন।

 

 

সব মিলিয়ে, শুধু ফলোয়ার বাড়ানো ফেসবুকে আয় শুরু করার জন্য যথেষ্ট নয়। নিয়মিত মানসম্মত কনটেন্ট তৈরি করা, দর্শকের সঙ্গে সংযোগ রাখা এবং নীতিমালা মেনে চলাই বড় ভূমিকা রাখে। পরিশ্রম আর ধারাবাহিকতা থাকলে ফেসবুক সত্যিই একটি উল্লেখযোগ্য আয়ের প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।