ঢাকা, ২২ অক্টোবর বুধবার, ২০২৫ || ৭ কার্তিক ১৪৩২
good-food

ফেসবুকে ব্লু টিক পাওয়ার সহজ উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৪ ২২ অক্টোবর ২০২৫  

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল বা পেজকে আলাদা পরিচিতি দিতে ‘ব্লু টিক’ বা ভেরিফায়েড ব্যাজের গুরুত্ব অনেক। তারকা, প্রভাবশালী ব্যক্তি কিংবা বড় প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও এখন এই সুবিধা পাচ্ছেন। মূলত অ্যাকাউন্টের সত্যতা নিশ্চিত করতেই ফেসবুক এই নীল রঙের টিক চিহ্নটি দিয়ে থাকে, যা ব্যবহারকারীদের কাছে প্রোফাইল বা পেজটির বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারকারীদের পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার বাড়াতেও এটি সহায়ক ভূমিকা পালন করে।

 

ফেসবুক দুইভাবে এই ভেরিফিকেশন ব্যাজ দিয়ে থাকে— নির্দিষ্ট ফির বিনিময়ে এবং স্বাভাবিক নিয়মে আবেদনের মাধ্যমে।

 

ভেরিফিকেশন ব্যাজের জন্য আবেদন প্রক্রিয়াটি বেশ সহজ, তবে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়। আবেদনকারীকে প্রথমে তার কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে লগইন করে ফেসবুকের ভেরিফিকেশন আবেদন পেজে যেতে হবে। হেল্প সেন্টারে ভেরিফিকেশন লিখে সার্চ করার মাধ্যমে অথবা সরাসরি গুগল থেকেও এই পেজটি খুঁজে নেওয়া যায়।

 

আবেদন ফর্মে প্রবেশ করার পর, ব্যবহারকারীকে তার প্রোফাইল বা পেজ কোনটি ভেরিফাই করতে চান তা নির্বাচন করতে হবে এবং পরিচয় নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক নথি, যেমন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, আপলোড করতে হবে। এরপর অ্যাকাউন্ট বা পেজটির সঠিক ক্যাটাগরি, যেমন— সংবাদ, ক্রীড়া বা বিনোদন, নির্বাচন করে কোন দেশে এটি পরিচিত, তা উল্লেখ করতে হয়।

 

আবেদনের গ্রহণযোগ্যতা বাড়াতে ব্যবহারকারীকে তার বা তার প্রতিষ্ঠানের পরিচিতি প্রমাণ করে এমন কয়েকটি সংবাদ নিবন্ধ বা অন্যান্য সামাজিক মাধ্যমের লিংক জমা দিতে বলা হয়। সব তথ্য সঠিকভাবে পূরণ হয়ে গেলে  ‘জমা দিন’ বাটনে ক্লিক করার মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

 

আবেদন জমা দেওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীর জমা দেওয়া তথ্য ও নথিগুলো সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৪৮ ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। যদি অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের জন্য যোগ্য বিবেচিত হয়, তবে প্রোফাইলের নামের পাশে কাঙ্ক্ষিত নীল টিক চিহ্নটি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়। তবে, ফেসবুকের নীতিমালা পূরণ না হলে বা অ্যাকাউন্টের পরিচিতি যথেষ্ট জোরালো না হলে আবেদনটি বাতিলও হতে পারে।