ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
৪৭৮

বদলে যেতে পারে ফেসবুকের নাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৫ ২০ অক্টোবর ২০২১  

আগামী সপ্তাহেই বদলে যেতে পারে ফেসবুকের নাম। সম্প্রতি এক সংবাদ সংস্থার খবরের জেরে এমন জল্পনাই উঠছে। ওই সংবাদ সংস্থা জানিয়েছে, আগামী বৃহস্পতিবার, অর্থাত্‍ ২৮ অক্টোবর ক্যানেক্ট নামের ফেসবুকের বার্ষিক সম্মেলন। মনে করা হচ্ছে, ওই অনুষ্ঠানে মার্ক জুকারবার্গের ভাষণের মূল বিষয়ই হতে পারে নাম বদলের এই প্রসঙ্গটি। সম্ভবত সেইদিনই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে গুঞ্জন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছুই জানায়নি মার্ক জুকারবার্গের সংস্থা।

 

ফেসবুকের নাম বদলের প্রসঙ্গে জুকারবার্গ সংস্থা সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার একটি মাধ্যম হিসেবে ফেসবুকের উত্থান হলেও, বর্তমানে ফেসবুকের কার্যকারিতা অনেক বৃদ্ধি পেয়েছে। যত দিন এগোচ্ছে ততই আরও উন্নত ধরনের পরিষেবার দিকে এগিয়ে যাচ্ছে ফেসবুক। যুগের সঙ্গে তাল মিলিয়ে ফেসবুকে নতুন নুতন ফিচারস যুক্ত করছে সংস্থা। তাই এবার নামের মধ্য দিয়েই সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমটির কার্যকারিতার সম্পূর্ণ আভাস দিতে চাইছে জুকারবার্গের সংস্থা।

 

পাশাপাশি জানা গিয়েছে মেটাভার্স কোম্পানিকে পরিচিত করতেই জুকারবার্গ ফেসবুক ইন-করপোরেশন কোম্পানির নাম পরিবর্তনের কথা ভাবছেন। তাই নাকি এই নাম বদলের ভাবনা। এমনটা জানা গিয়েছে সংস্থার তরফে। তবে ফেসবুকের নাম কী হবে অথবা নতুন যাত্রা পথে আগামীতে আরও কী কী পরিকল্পনা রয়েছে জুকারবার্গের সংস্থার। সে বিষয়টি এখনও ধোয়াশায়।