ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৮৭২

বিল গেটসকে হটিয়ে দ্বিতীয় শীর্ষ ধনী মাস্ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৬ ২৫ নভেম্বর ২০২০  

মহাকাশ পরিবহন ব্যবসায় বাজিমাত করেছেন ইলন মাস্ক। হু হু করে বেড়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারদর। এই করোনা মহামারীর মধ্যেও তরতর করে বেড়েছে তার স্পেসএক্স আর টেসলার বাণিজ্য। সেই সঙ্গে বেড়েছে ব্যক্তিগত সম্পত্তি।

 

সোমবার প্রকাশিত ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স’-এ এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিবছর বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ।

 

কিছুদিন আগে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ছাড়িয়ে গেছেন। এবার মাইক্রোসটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে গিয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনীতে ব্যক্তিতে পরিণত হলেন মাস্ক। 

 

বর্তমান তালিকায় এক নম্বরে আছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সিইও জেফ বেজোস। তিন নম্বরে বিল গেটস। তালিকায় ১০ নম্বরে উঠে এসেছে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি।

 

এবারের সূচক অনুযায়ী, বিশ্বের ৫০০ জন বিলিয়নেয়ারের মধ্যে সবচেয়ে দ্রুত সম্পদ বেড়েছে মাস্কের। যেখানে বছরের শুরুতে তিনি ছিলেন তালিকার ৩৫ নম্বরে।

 

সম্পদের পরিমাণের হিসাবে তালিকায় ৩৫ নম্বর থেকে রাতারাতি ২ নম্বরে উঠে আসতে বৈদ্যুতিক কার নির্মাতা প্রতিষ্ঠান টেসলারসহ প্রতিষ্ঠাতা মাস্ককে সাহায্য করেছে স‌ংস্থার উত্তরোত্তর ঊর্ধ্বমুখী শেয়ারের দাম। হু হু করে টেসলা মোটরের শেয়ারের দাম চড়ে যাওয়ায় বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।

 

তার মোট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ১২ হাজার ৭৯০ কোটি ডলার। আর গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭০ কোটি ডলার।

 

করোনা সংক্রমণে বিশ্ব অর্থনীতি যখন বিপণ্ন তখনও মাস্ক মোট সম্পদ আরো ১০ হাজার ৩০ কোটি ডলার বাড়িয়ে নিতে পেরেছেন। ব্লুমবার্গের তালিকায় স্থান পাওয়া ৫০০ জন বিলিয়নেয়ারের কারোরই সম্পদ এ বছর এতটা বাড়েনি। 

সাকসেস স্টোরি বিভাগের পাঠকপ্রিয় খবর