ঢাকা, ০৩ জুলাই বৃহস্পতিবার, ২০২৫ || ১৯ আষাঢ় ১৪৩২
good-food
৫৬৪

বিশ্বের দেশে দেশে ঈদ উদযাপন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৬ ২ মে ২০২২  

বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। সোমবার সকালে মুসল্লিরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

 

মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশেও আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

 

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, কুয়েত, ইরাক, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিরিয়াসহ বিশ্বের বহু দেশে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এসব দেশে সোমবার সকালে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

অন্যদিকে বাংলাদেশে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একইসঙ্গে ইরান ও পাকিস্তানে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশ দু’টিতে ৩০তম রমজান পালিত হচ্ছে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।