ঢাকা, ২১ মে বুধবার, ২০২৫ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
২১

ব্রাজিলের ‘কোচ’ হওয়ার প্রস্তাব পেলে কী করবেন, জানালেন কাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৯ ২০ মে ২০২৫  

একটা বিশ্বকাপ জিতলেও খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি কাকা। এবার তার সামনে সুযোগ কোচ হিসেবে ব্রাজিলকে স্বরূপে ফেরানোর। প্রধান কোচ নয় অবশ্য, কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে ডাক পেতে পারেন তিনি। 

 

এই গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন সাবেক তারকা ফুটবলার কাকা। তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে দেশের হয়ে কাজ করার সুযোগ পেলে তিনি প্রস্তুত আছেন। কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করার সম্ভাবনার ব্যাপারে গুঞ্জন থাকলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি।

 

তবে কাকার ভাষ্য, সুযোগ এলে তিনি ঝাঁপিয়ে পড়বেন সর্বস্ব দিয়ে। তিনি বলেন, ‘যদি দল মনে করে আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে আমি মনে করি এই মুহূর্তে আমি প্রস্তুত।’

 

২০১৭ সালে খেলা ছাড়ার পর থেকে নিজেকে গড়ে তুলতে নানা রকম প্রস্তুতি নিয়েছেন কাকা। খেলোয়াড়ি জীবনে ব্রাজিলের জার্সিতে ৯২টি ম্যাচ খেলা এই মিডফিল্ডার জানান, তিনি কোচিং ও ক্রীড়া ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেছেন।

 

কাকা বলেন, আমি ২০১৭ সালে খেলা ছেড়েছি। এরপর থেকে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্পোর্টস বিজনেস কোর্স করেছি, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কোচিং কোর্স করেছি, জাতীয় দলের হয়ে খেলেছি, বিশ্বকাপের অভিজ্ঞতা আছে। যদি সুযোগ আসে, আমি প্রস্তুত আছি ব্রাজিল জাতীয় দলের হয়ে কাজ করার জন্য।

 

কাকার সঙ্গে আনচেলত্তির সম্পর্কও বেশ গভীর। এসি মিলানে একটা বড় সময় ধরে একসঙ্গে কাজ করেছেন তারা। মিলানে তাদের যুগলবন্দীতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল দল। কাকাও জিতেছিলেন তার ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অরটা। 

 

ব্রাজিল ফুটবল ফেডারেশন এরই মধ্যে ঘোষণা দিয়েছে, চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়বেন আনচেলত্তি। ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। আনচেলত্তির অধীনে তার কাজের শুরুটা হবে খুব দ্রুতই। ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়েই তার মিশন শুরু হবে। এরপর ১০ জুন ঘরের মাঠে প্রতিপক্ষ প্যারাগুয়ে।

 

ব্রাজিল বর্তমানে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই তালিকায় চতুর্থ স্থানে আছে। সেরা ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে, যা শুরু হবে আর মাত্র এক বছরের কিছু বেশি সময় পরে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর