ঢাকা, ০৮ জুলাই মঙ্গলবার, ২০২৫ || ২৩ আষাঢ় ১৪৩২
good-food
২৯

নবম স্থানে উঠলো বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০১ ৭ জুলাই ২০২৫  

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠলো বাংলাদেশ। গত শনিবার কলম্বোতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৬ রানে জিতে এক ধাপ এগিয়ে এ স্থানে উঠলো টাইগাররা। বাজে পারফরমেন্সের কারণে গত মে মাসে ১৮ বছর পর ওয়ানডে র‌্যাংকিংয়ে দশম স্থানে নেমে যায় বাংলাদেশ।

 

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর ৭৮ রেটিং নিয়ে নবম স্থানে উঠে বাংলাদেশ। বাংলাদেশের উন্নতিতে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ৭৭ রেটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ব্যবধান মাত্র ১। মঙ্গলবার (৮ জুলাই) শ্রীলংকার কাছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হারলে ১ রেটিং কমবে বাংলাদেশের।

 

তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হবে টাইগারদের। তারপরও রেটিংয়ে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকার সুবাদে নবম স্থানেই থাকবে বাংলাদেশ। তবে শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে ২ রেটিং পাবে বাংলাদেশ। তখন ৮০ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে লাল-সবুজ জার্সিধারীরা।

 

বর্তমানে ১০২ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতলে ১০৩ রেটিং নিয়ে পঞ্চম স্থানেই থাকবে লংকানরা। হেরে গেলে ২ রেটিং হারাবে তারা। কিন্তু তাদের অবস্থানের কোনও পরিবর্তন হবে না।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর