ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩৬৬

ব্লাড সুগারের মাত্রা জানা যাবে অ্যাপলের নতুন স্মার্টওয়াচে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১০ ১৬ আগস্ট ২০২১  

২০১৫ সালে প্রথম স্মার্টওয়াচ বাজারে আনে অ্যাপল। এরপর ছয়টি সংস্করণ এনেছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রতিটিতে থেকেছে নিত্যনতুন ফিচার। যা প্রযুক্তিপ্রেমীদের মন কেড়েছে। এবার আসছে সিরিজ ৭। এরই মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

 

গেল সেপ্টেম্বরে স্মার্টওয়াচ ৬ বাজারে আনে অ্যাপল। তাতে ছিল রক্তে অক্সিজেনের মাত্রা বা এসপিওটু পর্যবেক্ষণ করার ফিচার। এতে আরও ছিল ইসিজি, হার্টরেটসহ অন্যান্য সেন্সর। 

 

তবে কি কি বৈশিষ্ট্য নিয়ে সিরিজ ৭ আসছে, সেই সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। কিন্তু ইদানিং স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে অনেক কথা বলছেন অ্যাপলের সিইও টিম কুক। সুস্বাস্থ্যে কিভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, এর ওপর জোর দিয়েছেন তিনি। 

 

ধারণা করা হচ্ছে, স্মার্টওয়াচ ৭ হবে স্বাস্থ্য সম্পর্কিত ফিচার সম্বলিত। ২০২১ সালে ধামাকা হতে যাচ্ছে এটি। যদিও এ নিয়ে পরিষ্কার কিছু বলেননি টিম। শুধু এটুকু আভাস দিয়েছেন, এবারেরটি হবে মনোমুগ্ধকর। থাকতে পারে রক্তাধিক্য পর্যবেক্ষণের ফিচার।

 

অ্যাপলের নতুন ফিচার গ্লুকোমিটার। আসন্ন স্মার্টওয়াচে সেটি যুক্ত হতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারী রক্তে শর্করার পরিমাণ জানতে পারবেন। অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে সিরিজ ৭। কিন্তু কবে নাগাদ এটি বাজারে আসবে তা জানা যায়নি।