ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
১১৯৫

ভারতের চন্দ্র অভিযান ব্যর্থ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৪ ৭ সেপ্টেম্বর ২০১৯  

ভারতের চন্দ্র অভিযান ব্যর্থ হলো। দীর্ঘ সময় মহাশূন্যে চলতে চলতে চাঁদের মাটিতে অবতরণের আগেই চন্দ্রযান-২ এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তা সত্ত্বেও ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ কর্মসূচি নিয়ে তিনি গর্বিত। 
দক্ষিণ মেরুতে চাঁদকে স্পর্শ করার আগেই  চন্দ্রযান-২ এর বিক্রম মডিউলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ওই মিশনে ব্যবহৃত যানের পরিণতি কি হয়েছে তা জানা যায়নি। তবে হতাশ নন মোদি। তিনি বলেছেন, এই সুযোগ আবার আসবে। 
চাঁদে অভিযান চালানো চতুর্থ দেশ ভারত। তারা চাঁদের উদ্দেশে প্রায় এক মাস আগে উৎক্ষেপণ করে চন্দ্রযান-২। স্বাভাবিকভাবেই চলছিল এর কার্যক্রম। চাঁদকে ছুঁই ছুঁই করছিল তা। চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় তাতে ত্রুটি দেখা দেয়। ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইন্ডিয়াস স্পেস রিচার্স অর্গানাইজেশনের (ইসরো)। 
ভারত চাঁদে প্রথম অভিযান চালায় ২০০৮ সালে। ওই সময় তারা চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে। সেই নভোযান চাঁদের পৃষ্ঠে পানি থাকার বিষয়ে প্রথম ও সবচেয়ে বেশি বিস্তারিত গবেষণা করে। 
গেল ২০ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-২। শনিবার চাঁদের পৃষ্ঠে সেটির অবতরণের কথা ছিল। ফলে বেঙ্গালুরুতে ইসরোর স্ক্রিনে চোখ আঠার মতো লেগেছিল মিশন কন্ট্রোলের স্টাফদের। এসময় ধীরগতিতে চাঁদের পৃষ্ঠে নেমে যাচ্ছিল তাদের যান। 
প্রধানমন্ত্রী মোদি একটি কাচের পেছন থেকে প্রত্যক্ষ করছিলেন এ দৃশ্য। কিন্তু অবতরণে ব্যর্থ হওয়া সত্ত্বেও কন্ট্রোল রুমকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এসময় ইসরো চেয়ারম্যান কৈলাশাভাড়িভু শিবান স্টাফদের উদ্দেশ্যে ঘোষণা করেন, তাদের প্রাথমিক কাজগুলো স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। এখন মিশন থেকে প্রাপ্ত ডাটাগুলো বিশ্লেষণ করা হবে। তিনি অভিযানের শেষ ১৫ মিনিট ইংরেজিতে বর্ণনা করেন এভাবে ‘১৫ মিনিটস অব টেরর’।