ঢাকা, ২৪ নভেম্বর সোমবার, ২০২৫ || ১০ অগ্রাহায়ণ ১৪৩২
good-food

ভয়েস মেসেজ টেক্সট আকারে পড়বেন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৩ ২৪ নভেম্বর ২০২৫  

ধরুন, আপনি কোলাহলপূর্ণ কোনো জায়গায় আছেন, কিংবা জরুরি কোনো বৈঠকে বসেছেন। ঠিক সেই মুহূর্তে আপনার কাছে একটি দরকারি ভয়েজ মেসেজ এলো। কিন্তু সেটি শোনার মতো পরিস্থিতি নেই। এখন উপায়?

আপনাকে এই ধরনের বিড়ম্বনা থেকে মুক্তি দিতেই বার্তা বিনিময়ের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে এক চমৎকার সুবিধা। এখন থেকে আপনি যেকোনো ভয়েজ মেসেজ না শুনেই সেটির লিখিত রূপ পড়ে ফেলতে পারবেন চোখের পলকে।

কীভাবে কাজ করে এই সুবিধা?

হোয়াটসঅ্যাপের এই নতুন সুবিধার নাম ভয়েজ মেসেজ ট্রান্সক্রিপ্টস। এটি সম্পূর্ণ আপনার ইচ্ছার ওপর নির্ভরশীল, অর্থাৎ আপনি যখন খুশি এটি চালু বা বন্ধ করতে পারবেন।

সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, আপনার গোপনীয়তা এখানে পুরোপুরি সুরক্ষিত। কারণ কণ্ঠ থেকে লেখায় রূপান্তরের পুরো প্রক্রিয়াটি আপনার নিজের মোবাইল ফোনের ভেতরেই হয়। আপনার বার্তা বা তার লিখিত রূপ অন্য কোথাও বা কারও কাছে সংরক্ষিত থাকে না।

যেভাবে চালু ও ব্যবহার করবেন

এই সুবিধাটি ব্যবহার করা খুবই সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে আপনার হোয়াটসঅ্যাপের সেটিংস) অংশে যান।

২. এরপর চ্যাটস বিভাগটি নির্বাচন করুন।

৩. এখানে ‘কণ্ঠবার্তা প্রতিলিপি’ নামে একটি বিকল্প ব্যবস্থা পাবেন। সেটিকে চালু করে দিন। এখান থেকেই আপনি আপনার পছন্দের ভাষাও নির্বাচন করতে পারবেন।

এরপর যখনই কোনো ভয়েজ মেসেজ লেখায় রূপান্তর করতে চাইবেন, শুধু সেটির ওপর আঙুল দিয়ে কিছুক্ষণ চেপে ধরুন। একটি নতুন তালিকা এলে সেখান থেকে ‘প্রতিলিপি’ (ট্রান্সক্রাইব) নির্বাচন করুন। সঙ্গে সঙ্গে ওই কণ্ঠবার্তাটির নিচেই লিখিত রূপ দেখতে পাবেন।

কোন কোন ভাষায় এই সুবিধা মিলবে?

বর্তমানে অ্যান্ড্রয়েডচালিত মোবাইলফোনগুলোতে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ ও রুশ ভাষার কণ্ঠবার্তা লেখায় রূপান্তর করা যাচ্ছে।

তবে অ্যাপলের তৈরি আইফোনের সর্বশেষ সংস্করণে ব্যবহারকারীরা অনেক বেশি ভাষায় এই সুবিধা উপভোগ করতে পারবেন। সেখানে ইংরেজি, আরবি, চীনা, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ এবং তুর্কিসহ প্রায় ১৯টি ভাষায় বার্তা পড়ার সুযোগ রয়েছে।