ঢাকা, ০৯ মে বৃহস্পতিবার, ২০২৪ || ২৬ বৈশাখ ১৪৩১
good-food
৪০৮

মোবাইলে ইন্টারনেট না থাকলেও চলবে হোয়াটসঅ্যাপ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:০৯ ৭ নভেম্বর ২০২১  

হোয়াটসঅ্যাপ এখন আর কেবল বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগের মাধ্যম মাত্র নয়। অফিসের কাজ কিংবা অন্যান্য জরুরি কাজেও দিন দিন গুরুত্ব বাড়ছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটির। তাই একসঙ্গে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু রাখাও জরুরি হয়ে পড়ছে। 

 

এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এল এমন উপায়, যার সাহায্যে মূল স্মার্টফোনে ইন্টারনেট চালু না থাকলেও ডেস্কটপ কিংবা ল্যাপটপে ব্যবহার করা যাবে। কেবল তাই নয়, টানা ১৪ দিন সেটি কার্যকর থাকবে। তবে ওই সময়সীমার পরে নিজে থেকেই লগআউট হয়ে যাবে।

 

এতদিন পর্যন্ত মূল যে ফোনটির হোয়াটসঅ্য়াপ ডেস্কটপ বা অন্য ডিভাইসে খোলা হতো, সেটির ইন্টারনেট সক্রিয় রাখতেই হত। অন্যথায় আর হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা যেত না। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই এই নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছিল। 

 

অবশেষে ইউজারদের জন্য এই ব্যবস্থার বদল আনতে সক্ষম হয়েছে মার্ক জুকারবার্গের মালিকানাধীন এই কোম্পানি। তাহলে জেনে নিন কী করে এই সুবিধা আপনিও পেতে পারেন।

•    প্রথমেই ফোনের হোয়াটসঅ্যাপটি খুলে ডান দিকের উপরে যে তিনটি বিন্দু রয়েছে সেখানে যেতে হবে।
•    তারপর সেটিতে ক্লিক করলেই যে অপশনগুলো আসবে সেখান থেকে 'লিঙ্কড ডিভাইস' মেনুতে যান। তাতে ক্লিক করার পর 'মাল্টি ডিভাইস বিটা'মেনুতে ক্লিক করুন।

 

•    সেটিতে ক্লিক করলেই দেখতে পাবেন 'জয়েন বিটা' অপশন পাওয়া যাচ্ছে। সেটিতে ক্লিক করার পর 'কন্টিনিউ'-তে ট্যাপ করে দিন।

•    এরপর আর একটি কাজই বাকি থাকবে। ল্যাপটপ কিংবা ডেস্কটপের হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে কিউআর স্ক্যান করে সেখানে হোয়াটসঅ্যাপ চালু করে রাখুন।

 

•    একবার ওয়েব লিঙ্ক করে ফেললেই কেল্লা ফতে। প্রাইমারি ডিভাইসটির ইন্টারনেট না চললে কিংবা তা বন্ধ রাখলেও কাজ করবে কম্পিউটারে চালু থাকা হোয়াটসঅ্যাপ। করা যাবে মেসেজ কিংবা কলও। তবে একটা কথা। খুব পুরনো ভার্শনের ফোনে কিন্তু এই সুবিধা পাওয়া যাবে না।