ঢাকা, ০৩ মে শনিবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
৬১৭

মোহনপুরে সিদীপের খাদ্যসামগ্রী বিতরণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১৫ ১৭ আগস্ট ২০২১  

রাজশাহীর মোহনপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২০০ জন দুস্থের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান এবং বেসরকারি সংস্থা সিদীপের উদ্যোগে তা দেওয়া হয়।

 

সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করেন  নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন।

 

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) দেশের ৯৭টি উপজেলায় খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় সিদীপের মোহনপুর শাখা এ খাদ্যসামগ্রী বিতরণ করে। এর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পিঁয়াজ ও ৩ কেজি আলু।

 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জোনের জোনাল ম্যানেজার এবিএম গোলাম রব্বানি, এরিয়া ম্যানেজার নিত্যানন্দ পাল, ব্রাঞ্চ ম্যানেজার শাহাবুল ইসলাম প্রমুখ।