ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৪৮৯

যারা সিগারেট খান না, তাদেরও কেন ক্যান্সার হয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২০ ৫ ফেব্রুয়ারি ২০২১  

যত ধরনের ক্যান্সারের কথা শোনা যায়, এর মধ্যে বোধ হয় সবচেয়ে বেশি কথা হয় ফুসফুসে ক্যান্সার নিয়ে। এজন্য ধূমপানকেই সবাই দায়ী করেন। সুতরাং, ফুসফুস রক্ষা করার জন্য সিগারেট না খাওয়াই বাঞ্ছনীয়। তবে আপনি যে তা না খেয়ে ফুসফুসের ক্যান্সার থেকে মুক্তি পাবেন, এমন ধারণা ভুল।

 

ক্রমশই এমন অনেক ঘটনা সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে ধূমপান না করেও ক্যান্সারের শিকার হচ্ছেন অনেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছে, ধূমপান না করা মানুষের ফুসফুসের ক্যান্সারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই সংখ্যা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি।

 

যখন শরীরের কোষের নিয়ন্ত্রণ আয়ত্বের বাইরে চলে যায় তখন ক্যান্সার হয়। প্রচুর সিগারেট ফুসফুসের ক্ষতি করে এবং সহজেই ক্যান্সারে আক্রান্ত হয়। ধূমপায়ীদের ক্যান্সার হওয়া এবং যারা ধূমপান করেন না তাদের ক্যান্সার হওয়ার মধ্যে পার্থক্য আছে। ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোর জিনে এই পার্থক্য ঘটে। সাধারণত ইজিএফআর জিনের পরিবর্তনের কারণে যারা ধূমপান করেন না তাদের ক্যান্সার হয়।

 

ধূমপান না করা মানুষের ফুসফুসের ক্যান্সার হওয়ার কারণ সিগারেট খাওয়া ছাড়াও আরও অনেক রয়েছে। আসুন বিশ্ব ক্যান্সার দিবসে (৪ ফেব্রুয়ারি) সেই কারণগুলোর দিকে নজর দেওয়া যাক।

 

প্যাসিভ ধূমপান
এতে ব্যক্তি সরাসরি ধূমপান করেন না, তবে অন্য ব্যক্তির সিগারেট থেকে বের হওয়া ধোঁয়া তার শরীরে প্রবেশ করে। এটা লাগাতার হতে থাকলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি ২৪ শতাংশ বেড়ে যায়। এমন সংখ্যা ক্রমেই বাড়ছে।

 

অ্যাসবেস্টস
কোনোভাবে যদি এর মাইক্রোস্কোপিক টুকরা বাতাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অ্যাসবেস্টস নির্মাণ শিল্পে যুক্ত তাদের এই সম্ভাবনা বেশি।

 

কয়লার রান্না
ঘরের ভিতরে কয়লার রান্নার সময় অনেক রাসায়নিক বের হয় যা ফুসফুসকে ক্ষতিগ্রস্থ করে। এটি মহিলাদের ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে।

 

বায়ুদূষণ
যানবাহন, শিল্প, বিদ্যুৎ কেন্দ্র থেকে বায়ুদূষণ ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বায়ুদূষণের কারণে ফুসফুসের ক্যান্সারের ঘটনা বাড়ছে। এর ঝুঁকি প্যাসিভ ধূমপানের মতোই প্রভাব ফেলছে।