ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪৩৮

যেসব খাবার খেলে রক্তে কখনো খারাপ কোলেস্টেরল বাড়বে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০৭ ২১ অক্টোবর ২০২১  

আজকালকার দিনে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই কোলেস্টোরল।কোলেস্টোরল দুই প্রকার।খারাপ ও ভালো।রক্তে খারাপ কোলেস্টোরল বেড়ে গেলেই বিপদ।তাই এখন গবেষকরা জানিয়েছেন,শুধু এই ৫টি খাবার খেলেই রক্তে খারাপ কোলেস্টোরল কখনো বাড়তে পারবে না।

 

১। ওটস
এই ওটস প্রোটিন,ফাইবার ও বিটা গ্লুকোনে ভরপুর,যা রক্তে খারাপ কোলেস্টোরলকে বাড়তে দেয় না।

 

২। আপেল, আঙুর, জাম, সাইট্রাস ফল
আপেল,আঙ্গুর,জাম ও সাইট্রাস ফলে রয়েছে পেকটিন নামক গুরুত্বপূর্ণ উপাদান, যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুনভাবে কাজে আসে।

 

৩। আমলকি
এই ফল ভিটামিন সি,এমিনো এসিড ও পেকটিন এ ভরপুর।যা রক্ত থেকে খারাপ কোলেস্টোরল দূর করতে সাহায্য করে।

 

৪। বিনস
বিনস ফাইবার সমৃদ্ধ খাবার।যা প্রতিদিন খেলে খারাপ কোলেস্টোরল বাড়ার চিন্তা থাকে না।

 

৫। বাদাম
খারাপ কোলেস্টেরল কমাতে আখরোট এবং কাজু বাদাম দারুন কাজে আসে। আসলে এই দুটি বাদামে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে।