ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৮৮

রিয়েলমি সি২১ওয়াই এখন বাজারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৬ ১২ অক্টোবর ২০২১  

গত কয়েক বছরে স্মার্টফোন আমাদের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন যুগান্তকারী উদ্ভাবন ও প্রযুক্তির অন্তর্ভুক্তির মধ্য দিয়ে স্মার্টফোনগুলো হয়ে উঠছে আরো হালকা এবং এতে যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। ফিচারে দুর্দান্ত ও দামেও সাশ্রয়ী - এমনই এক চমৎকার স্মার্টফোন নিয়ে এসেছে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। তাদের জনপ্রিয় সি সিরিজের নতুন সংযোজন রিয়েলমি সি২১ওয়াই শাক্তিশালী হার্ডওয়্যার ও চমকপ্রদ ফিচারের এক অনবদ্য সমন্বয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন - https://cutt.ly/realme_C21Y

 

টিইউভি রাইনল্যান্ড স্বীকৃত দারুণ গুণগত মানের স্মার্টফোন

ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে রিয়েলমি’র সকল ফোনকে কঠোর মান-নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তারই ধারাবাহিকতায়, ফোনের গুণগত মান নিশ্চিতে রিয়েলমি বিশ্বখ্যাত টিইউভি রাইনল্যান্ড’র সাথে একযোগে কাজ করছে। এতে মোট ২৩ টি মেজর টেস্ট রয়েছে, যার মধ্যে আছে ১২ টি দৈনিক ব্যবহৃত টেস্ট সিনারিও, ৭টি এক্সট্রিম এনভায়রনমেন্ট টেস্ট সিনারিও ও ৪ টি কম্পোনেন্ট রিলায়্যাবিলিটি টেস্ট সিনারিও। নতুন ফোন সি২১ওয়াই-এর গুনগত মান টিইউভি রাইনল্যান্ড কর্তৃক ডিজাইন করা এই সবকটি কোয়ালিটি পরীক্ষার মাধ্যমে নিরীক্ষা করা হয়েছে। ফলে এটি নিশ্চিত ভাবেই বলা যায় যে, এই ফোনের গুণগত মান অসাধারণ। 

রিয়েলমি সি২১ওয়াই স্মার্টফোনে অসংখ্য অত্যাধুনিক ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের স্মার্টফোন অভিজ্ঞতায় অনন্য এক মাত্রা যোগ করবে। এর কানেক্টিভিটি অপশনে আছে জিপিএস, ওয়াই-ফাই ও ব্লুটুথ ৫.০ সুবিধা। এছাড়াও, এ ফোনে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, এক্সেলেরেশন সেন্সর ও ম্যাগনেটিক ইনডাকশন সেন্সরও রয়েছে। 

 

অক্টা-কোর প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে দুর্দান্ত পারফরম্যান্স  

ইউনিসক টি৬১০ অক্টা-কোর প্রসেসর সমৃদ্ধ রিয়েলমি সি২১ ওয়াই ক্রেতাদের দিবে দ্রুত ও নিরবচ্ছিন্ন ফোন ব্যবহারের চমৎকার অভিজ্ঞতা। এতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, ফলে স্মার্টফোনে বেশি সময় কাটানো তরুণেরা কোনো ধরণের দুশ্চিন্তা ছাড়াই দীর্ঘ সময় পর্যন্ত এ ফোনটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এ ফোনের মাধ্যমে ব্যবহারকারীরা নিশ্চিন্তে তাদের পছন্দের গেম, মুভি ও টিভি শো উপভোগ করতে পারবেন। দুর্দান্ত ব্যাটারি লাইফ থাকায় ব্যবহারকারীদের ফোন চার্জ দেওয়া নিয়ে চিন্তা করতে হবে না। 

 

নান্দনিক ডিজাইন ও অসাধারণ ডিসপ্লে

৬.৫ ইঞ্চি এইচডি প্লাস মিনি-ড্রপ ফুল স্ক্রিনসহ এ ফোনের নান্দনিক ডিজাইন ব্যবহারকারীদের দেবে বিস্তৃত ফিল্ড ভিউ উপভোগের নিশ্চয়তা। ২০:৯ অনুপাতের বড় স্ক্রিনের মাধ্যমে কোনো ধরণের ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা অধিক কনটেন্ট উপভোগ করতে পারবেন। এই ফোনের স্ক্রিনের অভ্যন্তরীণ কাঠামো এক্সক্লুসিভ ফাংশন ব্যবহার করে উন্নত স্ট্যাক প্রসেস গ্রহণ করে, যা সৃজনশীল উপায়ে ফোনের উপাদানগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসে। যার ফলে ফোনের ড্রপলেট কমে যায় এবং স্ক্রিন রেশিও ৮৯.৫ শতাংশ পর্যন্ত উপভোগ করা যাবে। 

ফোনের ব্যাক কভারে টাইম আওয়ারগ্লাসের আদলে থাকা ক্রস-হ্যাচ জ্যামিতিক প্যাটার্ন ফোনটিকে দেখতে আরও আকর্ষণীয় করে তুলেছে এবং এর কারণে ফোনে হাতের ছাপ পড়বে না। টাইম আওয়ারগ্লাস থেকে অনুপ্রাণিত হয়ে করা বোল্ড ক্রস-হ্যাচ ডিজাইন তরুণদের আধুনিক স্টাইলে নতুন মাত্রা যোগ করবে। শুধু তাই নয়, স্পেশাল রিফ্লেক্টিভ লাইট ইফেক্ট তৈরি করতে এ ফোনের ব্যাক কভারে ৪৫০ টিরও বেশি কার্ভ খোদাই করে ডিজাইন করা হয়েছে। চমৎকার নান্দনিক আধুনিক ডিজাইনের সমাহারে তৈরি সি২১ওয়াই প্রথম দেখাতেই যেকোনো মানুষের নজর কাড়বে। 

 

উন্নত ক্যামেরা সেটআপ

স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের কাছে ফোনের ফিচার ও ক্যামেরার মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিয়েলমি সি২১ওয়াই তে এফ/২.২ অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরাসমৃদ্ধ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে; সাথে আছে এফ/২.৪ অ্যাপারচারসহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও এফ/২.৪ অ্যাপারচারসহ ২ মেগাপিক্সেল সাদা-কালো লেন্স। এছাড়াও এতে আছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা এআই বিউটিফিকেশন ফাংশন, এইচডিআর ও পোট্রেড মোডকে সাপোর্ট করে। ব্যবহারকারীরা এ ফোনে তোলা প্রাকৃতিক ও প্রাণবন্ত রঙের চমৎকার স্পষ্ট ছবি খুব সহজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড দিতে পারবেন। সাশ্রয়ী মূল্যে চমৎকার ফটোগ্রাফিক ফিচারের স্মার্টফোন খুঁজছেন এমন ক্রেতাদের জন্য রিয়েলমি সি২১ওয়াই উপযুক্ত একটি ফোন।  

এ ফোনে রয়েছে ৪জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সুবিধা। এই ফোন ক্রস ব্ল্যাক ও ক্রস ব্লু এই দু’টি নজরকাড়া রঙে বাজারে পাওয়া যাচ্ছে। আগ্রহীরা এ ফোনটি কিনতে পারবেন মাত্র ১২,৪৯০ টাকায়।