ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
১৪৭৪

শিশুর চুলে উকুন, কী করবেন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৪ ২২ জানুয়ারি ২০১৯  

উকুন এক অস্বস্তিদায়ক কীট। সাধারণত শিশুদের মাথায় এর উপদ্রব বেশি। উকুন হলে ভীষণ অস্বস্তিতে ভোগে তারা। জ্বালা যন্ত্রণায় ছ্যারাব্যারা অবস্থা। স্কুল-কোচিংয়ের হোমওয়ার্ক করতে করতে মাথা চুলকায়। স্কুলে ক্লাসরত অবস্থায় চুলকায়। রিক্সায় যাতয়াতের সময় পারে না যে চুল ছিঁড়ে ফেলে। তো বাচ্চাদের উকুন হলে কী করবেন?

বিষয়ে কথা বলেছেন ডা. তাওহীদা রহমান ইরিন। বর্তমানে তিনি শিওর সেল ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

উকুন হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন,  শিশুর মাথায় উকুন হওয়ার অন্যতম কারণ চুল না আঁচড়ানো, ভেজা রাখা, জট বেধে থাকা। স্কুলের জন্য তাড়াহুড়ো করে বাচ্চাদের রেডি করায় এ অবস্থা থেকে যায়। সহপাঠী কিংবা খেলার সাথীর হলে তা চলে আসে।

বাচ্চাদের এ সমস্যা সমাধানে করণীয় নিয়ে এ বিশেষজ্ঞ বলেন,  এক্ষেত্রে আমি বলব, চুল ঠিকমতো আঁচড়াতে হবে। ভালোভাবে শুকাতে হবে। সেটা অবশ্যই হেয়ার ড্রায়ার বা ফ্যানের বাতাসে।  মাথা সবসময় পরিষ্কার রাখতে হবে।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর