ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৬৬৯

শীতকালে শিশুর যত্ন যেভাবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৩ ৭ ফেব্রুয়ারি ২০২১  

শীতের সময়, জীবাণু ও ভাইরাসগুলি ছড়িয়ে পড়ে এবং সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনাক্রম্যতা হ্রাসের সাথে, শিশুরা রোগের জন্য সহজ লক্ষ্যে পরিণত হয় এবং তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। জেনে নিন শিশু যত্নের কিছু টিপস। 

 

১) ময়েশ্চারাইজার:

যদি আপনার শিশুর ত্বক শুষ্কতা প্রবণ হয় তবে অল্প পরিমানে ময়েশ্চারাইজার ক্রিম বাইরে নিয়ে যাবার সর্বদা ব্যবহার করুন।

 

২) প্রতিদিন গোসলকে না বলুন:

শীতকালে নিয়মিত গোসল না দিয়ে বাচ্চাকে ১ দিন পর পর গোসল করান। সামান্য কুসুম কুসুম গরম পানি ব্যবহার করা ভাল গোসলে।

 

৩) ময়েশ্চারাইজার লক করুনঃ

গোসলের পর পরই ময়েশ্চারাইজার ব্যবহার সর্বোত্তম। গোসলের পর একটা নরম তোয়ালে দিয়ে বাচ্চার ত্বককে আলতো ভাবে মুছে নিন।এরপর সারা শরীরে ময়েশ্চারাইজার ম্যাসেজ করুন

 

৪) নরম কাপড় পরান। যেমনঃ নরম উলের পুল ওভার।

 

৫) সুগন্ধি মুক্ত প্রসাধনী ব্যবহার করুন।

 

৬) বাচ্চাকে বাইরের আবহাওয়া অনুযায়ী গরম কাপড় পরান। যদি আপনার বাচ্চা অতিরিক্ত গরম পোশাকের কারনে ঘামে তাহলেও ত্বককে সংবেদনশীল হয়ে চুলকানি শুরু হতে পারে।

 

আপনার বাচ্চার ত্বক যদি এরপরেও শুষ্ক ও রুক্ষ থাকে, চুলকায় তাহলে অবশ্যই একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন।