ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৬৭৮

সত্য-মিথ্যা যাচাই ছাড়া ইন্টারনেটে কিছু শেয়ার করবেন না

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৮ ৮ জানুয়ারি ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেটে ক্ষতিকর ডিজিটাল কনটেন্ট ফিল্টারিং করার ওপর গুরুত্বারোপ করে সত্য-মিথ্যা যাচাই ছাড়া ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও কিছু শেয়ার কিংবা পোস্ট না করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ডিজিটাল ডিভাইসের ব্যবহার বৃদ্ধি আমাদের সুযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা সমস্যারও সৃষ্টি করছে। দেখা যায়, মোবাইল ফোন, ইন্টারনেট বা অ্যাপস ব্যবহার করতে গেলে বিভিন্ন ধরনের অনেক অপ্রয়োজনীয় লিংক চলে আসে। তাই ক্ষতিকর ডিজিটাল কনটেন্ট যধাযথভাবে ফিল্টার করার ব্যবস্থা করতে হবে।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ উপলক্ষ্যে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষকে আমি বলব, একটা কিছু আসলো (ইন্টারনেটে আপলোড হলো) অমনি সেটা শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করা কিংবা অন্য কিছু করা ঠিক নয়। সঠিক তথ্য যাচাই করে নেয়া দরকার।
তিনি বলেন, যাচাই না করে শুধু গুজবে কান দেয়া অথবা শুধু নিজের কৌতুহলবশত সেগুলোতে প্রবেশ না করাই ভালো। কোনও ধরনের মন্তব্য দেয়া কিংবা ছড়ানো বা সেটাতে হাত দেয়াই উচিত নয়। কোনও পোস্ট শেয়ার করতে গেলে আগে তার খোঁজ নিয়ে দেখতে হবে, এটা কতটুকু সত্য বা মিথ্যা।
সরকার প্রধান যোগ করেন, এই অভ্যাস গড়ে তুললে সেটা আমাদের সমাজের জন্য, দেশের জন্য এবং প্রত্যেকের ব্যক্তি জীবনের জন্য মঙ্গল বয়ে আনবে।