ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
২৭১

সাঁতরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলল কিশোরী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৩ ২৫ জুন ২০২২  

অসাধারণ হয়েও সাধারণ আচরণে অনন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনের দিনেও সেই দৃষ্টান্ত পাওয়া গেলো।

 

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর আদলে জনসভার মঞ্চ তৈরি করা হয়। প্রাণবন্ত রূপ দিতে জলাধারের ওপর এটি নির্মাণ করা হয়। পানিতে রাখা হয় একটি নৌকাও।

 

সেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার বক্তব্য শেষের দিকে এক কিশোরী পানিতে নেমে সাঁতরে এগিয়ে যেতে থাকে মঞ্চের দিকে। 

 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিতে ছুটে যায়। কিন্তু মঞ্চের সামনে থাকা দলটির জ্যেষ্ঠ নেতারা কিশোরীকে বাধা দিতে নিষেধ করে। এরপর সে সাঁতরে মঞ্চের কাছে চলে যায়।

 

বক্তব্য শেষে মঞ্চে দাঁড়িয়ে ওই কিশোরীর সঙ্গে কিছু সময় কথা বলেন প্রধানমন্ত্রী। পরে কিশোরীকে সরিয়ে নেন পুলিশ সদস্যরা।

 

ইতোমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাগত ঝুঁকি থাকা সত্ত্বেও কিশোরীর প্রতি প্রধানমন্ত্রীর এমন আচরণের প্রশংসা করেছেন অনেকেই। 

ইভেন্ট বিভাগের পাঠকপ্রিয় খবর