ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৩৬৭

স্বর্ণের গয়না কেনার সময় যে ৪টি বিষয় না জানলে নিশ্চিত ঠকবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৩ ৩১ অক্টোবর ২০২১  

বিয়ে হোক বা ঈদ-পূজা, নানা উৎসব আয়োজনে সোনার গয়নায় নিজেকে সাজাতে চান সব নারীই। তবে স্বর্ণ এখন শুধু সাজের অনুসঙ্গই নয়, বিনিয়োগের একটি বড় ক্ষেত্র। হাতে টাকা থাকলে কমবেশি সবাই স্বর্ণে বিনিয়োগ করতে চান। সাজের জন্য হোক হোক বা বিনিয়োগ, যারা সোনা কিনবেন তাঁদের পাঁচটি বিষয় অবশ্যই জেনে রাখা উচিৎ, না হলে ঠকতে হবে।

 

# স্বর্ণের জিনিস কিনতে গেলে প্রথমেই জানতে হবে যা কিনছেন, তা কতটা খাঁটি। সোনা কতটা খাঁটি তা বোঝার জন্য কিছু জিনিস জেনে রাখুন। ২৪ ক্যারাট হলো খাঁটি সোনা। ২৪ ক্যারাট স্বর্ণ মানে ৯৯.৯ শতাংশ খাঁটি। আমাদের দেশে সাধারণত ২২ এবং ২১ ক্যারাট সোনা দিয়েই অলঙ্কার তৈরি হয়। দেখে নিতে হবে গয়নায় যেন ২২ ক্যারাটের সোনা দেওয়া হয়। ২২ ক্যারেট সোনা মানে ৯১.৬ শতাংশ খাঁটি। ২১ ক্যারাটে থাকে ৮৭ শতাংশ, ১৮ ক্যারেটে থাকে ৭৫ শতাংশ।

 

# স্পেকট্রোমিটার নামে একটি যন্ত্রে স্বর্ণ মাপার পরে খাদের পরিমাণ ধরা যায়। যন্ত্রই বলে দেবে কত ক্যারাটের স্বর্ণে গয়না বানানো হয়েছে। সুতরাং, স্পেকট্রোমিটার মেশিনে মেপে খাদ যাচাই করেই স্বর্ণ কেনা উচিত।

 

# বেশি পরিমাণে গয়না বিক্রির উদ্দেশ্যে স্বর্ণ ব্যবসায়ীরা অনেক সময় ‘কারিগরের মজুরী’র উপর বাড়তি ছাড় দেওয়ার কথা বলে থাকেন। কেনার আগে অবশ্যই জেনে নিতে হবে ছাড় সংক্রান্ত যাবতীয় তথ্য। কোথাও কোনও গুপ্ত খাতে বেশি টাকা বেরিয়ে যাচ্ছে কি না, তা যাচাই করে নিন। আবার একই গয়নার দাম বিভিন্ন দোকানে এক এক রকমের হয়। তার কারণ হতে পারে স্বর্ণের মান বা কারিগরের মজুরীর খরচ। তাই কেনার আগে একাধিক দোকানে গিয়ে দাম যাচাই নেবেন। না হলে ঠকার ভয় থাকে।

 

# স্বর্ণে বিনিয়োগ করলেই লাভবান হওয়া যাবে এমনটা ভাবার কোনও কারণ নেই। বাজার দেখে বুঝতে হবে এতে বিনিয়োগ করা ঠিক হচ্ছে কিনা। সোনার গয়নায় পাথরের কাজ থাকলে, তা দেখতে ভাল লাগে কিন্তু তার দামও বেড়ে যায় কয়েক গুণ। তবে পরে সেই গয়না বিক্রি করতে গেলে পাথরের দাম পাওয়া যায় না। ফলে, সোনার গয়নায় পাথর না থাকাই শ্রেয়।