ঢাকা, ৩০ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ১৪ কার্তিক ১৪৩২
good-food
২১৫

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা-জাতিসংঘ মহাসচিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৩২ ১৫ মার্চ ২০২৫  

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন। শুক্রবার (১৪ মার্চ) উখিয়ায় শরণার্থী শিবিরে এই ইফতার অনুষ্ঠিত হয়।

 

আন্তোনিও গুতেরেস বলেন, এটি সেই জায়গা যেখানে বাজেট কাটছাঁটের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বিশেষ করে যাদের সহায়তা পাওয়ার প্রয়োজনীয়তা সবচেয়ে জরুরি। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই বিনিয়োগ করা উচিত, কারণ এই মানুষগুলো ইতিমধ্যে অসীম কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করছে।

 

পবিত্র রমজান মাসে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে তিনি জানান, তারা যেন শুধু কথায় নয়, বরং বাস্তব পদক্ষেপ ও কার্যকর সহায়তার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের বাংলাদেশি আশ্রয়দাতাদের প্রতি সংহতি প্রকাশ করে।

 

রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

ইভেন্ট বিভাগের পাঠকপ্রিয় খবর