ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৩৯৮

৫ দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৭ ২৬ অক্টোবর ২০২০  

দেশে আগামী পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম হতে পারে।সেবাদাতা প্রতিষ্ঠানগুলো  জানিয়েছে, সাবমেরিন ক্যাবলের জরুরি মেরামত কাজের জন্য এ সমস্যা হতে পারে। 
জানা গেছে,  সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত মেরামত কাজ চলার কথা রয়েছে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানান, দেশের কোনো কোনো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে। সেটিই মেরামত করা হচ্ছে। দেশের যেসব আইআইজি ওই কেবলটি ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। তবে বাকিদের সমস্যা হবে না।

তিনি জানান, বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’এ যুক্ত হয় ২০০৫ সালে। এই সাবমেরিন কেবলের মাধ্যমে বিভিন্ন পথে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত। ওই সাবমেরিন ক্যাবলটি অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে।  ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন।  তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।