ঢাকা, ১৭ নভেম্বর সোমবার, ২০২৫ || ২ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
৩৫

আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪১ ১৬ নভেম্বর ২০২৫  

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী আদালতে জামিন পেয়েছেন।  রবিবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এদিন আদালতে আত্মসমর্পণ করেন তারা। এসময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

গত ৩ নভেম্বর অভিনেত্রী মেহজাবিন ও তার ভাইয়ের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়া আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদীর অভিযোগে বলা হয়, বাদীর সঙ্গে আসামি মেহজাবীন চৌধুরীর দীর্ঘদিনের পরিচয়। নতুন ব্যবসার কথা বলে বাদীর কাছ থেকে মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী কয়েকদফায় ২৭ লাখ টাকা নেন। কিন্তু আসামিরা ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী টাকা ফেরত চান। টাকা ফেরত না দিয়ে আসামিরা কালক্ষেপণ করতে থাকেন।

পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে বাদীকে আসতে বলেন।

 ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন “এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। বাসার সামনে তোকে দেখলে জানে মেরে ফেলব। এ সব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখান। বিষয়টি সমাধানের জন্য বাদী ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেন।”

ওই ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় মামলা করেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর