ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৩৫৩

আরেকদফা বাড়ল স্বর্ণের দাম 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১১ ১৮ সেপ্টেম্বর ২০২০  

করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতির মধ্যে এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও সব ধরনের স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে গত ৯ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।  একই সময় স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়।