ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
৩০৯

আড়াই বছরের মধ্যে স্বর্ণের দাম সবচেয়ে কম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪১ ২৩ সেপ্টেম্বর ২০২২  

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত। শুক্রবারও (২৩ সেপ্টেম্বর) মূল্যবান ধাতুটির দাম ১ শতাংশ  কমেছে। গত আড়াই বছরের মধ্যে যা সর্বনিম্ন।

 

সম্প্রতি সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সামনে আরও বাড়ানোর আভাস দিয়েছে তারা।  এতে ডলারের দাম বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের আবেদন কমেছে।

 

স্পট মার্কেটে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৬৪২ ডলার ৭৯ সেন্টে। ২০২০ সালের এপ্রিলের পর যা সবচেয়ে কম। একই সময়ে ফিউচার মার্কেটে স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬৭২ ডলার ১০ সেন্টে।  

 

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল প্রধান ওলে হ্যানসেন বলেন, আন্তর্জাতিক মুদ্রাবাজারে আবারও ডলারের দর ঊর্ধ্বমুখী হয়েছে। ইউএস ইল্ড বেড়েছে। তাতে স্বর্ণের দাম কমছে।