ঢাকা, ২৩ মে শুক্রবার, ২০২৫ || ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
২০

ইমরানের কাছে ‘চুমু’ চাইলেন পুনম পাণ্ডে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৮ ২২ মে ২০২৫  

ভারতের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। পর্নোগ্রাফি ও ব্যক্তিগত বিভিন্ন কাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় উঠে আসে তার নাম। কয়েক মাসে আগে মৃত্যুর খবর ছড়িয়ে বেশ তোলপাড় ফেলে দিয়েছিলেন তিনি। পরে নিজেই জানান, জরয়ুর ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করতেই এমন কাণ্ড করেছেন।

 

বলতে গেলে, বিতর্ক যেন তার নিত্যদিনের সঙ্গী! এবার সেই পুনম পাণ্ডে কথা বললেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমিকে নিয়ে। চাইলেন তার কাছে চুমু! 

 

বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবেই পরিচিত ইমরান হাশমি। ক্যারিয়ারের প্রথম দিকে প্রায় প্রতিটি সিনেমায় নায়িকাদের চুমু খেয়েছিলেন তিনি। দেখতে দেখতে ‘সিরিয়াল কিসার’ তকমা পেয়ে যান এ অভিনেতা। পর্দায় চুম্বন দৃশ্যের জন্য তাকে ‘চুম্বনের রাজা’ও বলা হয়। সেই চুম্বনের রাজার কাছে পুনমের আবদার একটা চুমু! 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম বলেন, ‘আমি ওকে (ইমরান) বলতে চাই তুমি কি আমায় চুমু খেতে পারবে?’ যদিও পুনমের এমন দাবি শুনে এখনো সাড়া দেননি ইমরান হাশমি। তবে নেটিজেনরা বেশ মজাই পেয়েছেন এমন আবদারে। 

 

মাঝে ক্যারিয়ার থেকে দূরে সরে গেলেও সাম্প্রতিক সময়ে ফের চেনা ছন্দে ফিরেছেন ইমরান হাশমি। এখন আর সিরিয়াল কিসার নন, অভিনয় করছেন গুরুত্বপূর্ণ সব চরিত্রে। তাকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা তেজস দেওস্কর পরিচালিত ‘গ্রাউন্ড জিরো’ সিনেমায়। এতে প্রথমবার কোনো সেনানায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান। নিজের পরিচিত ইমেজ ভেঙে একেবারে নতুন অবতারে হাজির হয়েছেন। দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন অভিনেতা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর