ঢাকা, ২৩ আগস্ট শনিবার, ২০২৫ || ৭ ভাদ্র ১৪৩২
good-food
৩৩৮

ঈদের পর দেশের শেয়ারবাজারে বড় উত্থান

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪৫ ২৫ এপ্রিল ২০২৩  

ঈদের পর প্রথম কার্যদিবস সোমবার (২৪ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় উত্থান ঘটেছে। এদিন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এছাড়া সূচকও বেড়েছে।


প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি সূচকের উত্থান হয়েছে। পাশাপাশি দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে অধিক সংখ্যক প্রতিষ্ঠান। এ নিয়ে ঈদের আগে ও পরে মিলিয়ে টানা ৬ কর্মদিবসে সূচক বাড়লো। তবে লেনদেন কিছুটা কমেছে।

 

সূচকের বড় উত্থানের সঙ্গে দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে ৫ প্রতিষ্ঠান। সেই সীমার কাছাকাছি পৌঁছেছে ৭ প্রতিষ্ঠান। এতে বিনিয়োগকারীদের মাঝে হালকা স্বস্তি দেখা গেছে। তবে পুরোপুরি ফেরেনি। কারণ, এখনও অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মূল্য ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) আবদ্ধ রয়েছে।

 

ফলে ডিএসইতে ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দর কমেছে ৩৮টির। আর ২০২টির মূল্য অপরিবর্তিত আছে।

 

এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে তা ৬ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ্ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ২১৩ পয়েন্টে রয়েছে।

 

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৫২ লাখ টাকা। আগের কর্মদিবসের চেয়ে যা ৬ কোটি ২ লাখ টাকা কম।

 

এ বাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনিক হোটেলের শেয়ার। কোম্পানিটির ৫৬ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের লেনদেন হয়েছে ৪১ কোটি ২৫ লাখ টাকার। ২৭ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় জায়গায় আছে অ্যাপেক্স ফুটওয়্যার।

 

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আমরা নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, আমরা টেকনোলজি, জেমিনি সি ফুড ও নাভানা ফার্মা।

 

অন্যদিকে, সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬২ পয়েন্ট। সেখানে লেনদেন করে ১৩৪ প্রতিষ্ঠান। এর মধ্যে ৫৫টির দাম বেড়েছে। বিপরীতে দরপতন ঘটেছে ১৯টির। আর ৬০টির মূল্য অপরিবর্তিত আছে। 

 

এ বাজারে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবসে যা ছিল ৫ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ সেখানে লেনদেন হ্রাস পেয়েছে ১ কোটি ৭৪ লাখ টাকা।