ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩৫৪

এমপি রুমিন ফারহানা করোনা আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৬ ১২ আগস্ট ২০২০  

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেয়া পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘আমি করোনা পজিটিভ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।

এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার আমার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আমি বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর